জীবনের ৫৬ তম বছরে পা রাখলেন বলিউডে সিংহম অর্থাৎ অজয় দেবগন। বুধবার (২ এপ্রিল) স্বামীর জন্মদিনে ছবি পোস্ট করে একটি স্পেশাল ক্যাপশন দিতে দেখা যায় অভিনেত্রী কাজলকে।
অজয়ের জন্মদিনে কাজল যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে কাজল এবং অজয় দুজনেই পরে রয়েছেন এটি কালো রঙের পোশাক। অজয়ের চোখে মোটা ফ্রেমের চশমা। ক্যামেরার দিকে তাকিয়ে কাজলের সেই চিরাচরিত হাসি এবং অজয়ের কাজলের দিকে তাকিয়ে গুণমুগ্ধ হাসি।
এমন ছবি পোস্ট করে ক্যাপশনে কাজল লেখেন, সব শান্ত ব্যক্তিদের জন্ম আগস্ট মাসে হয়, কিন্তু তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আমাদের কোনও আপত্তি নেই। (চোখ টিপে পার্টির মুখের ইমোজি) সব সময় আমার থেকে বড় হওয়ার জন্য ধন্যবাদ। (হাত ভাঁজ করার ইমোজি)।
কাজলের ক্যাপশন প্রথমে বুঝতে না পারলেও আপনি যদি কাজলের জন্মদিনের তারিখ দেখেন তাহলে বুঝতে পারবেন তিনি ঠিক কী বলতে চেয়েছেন। কাজলের জন্ম ৫ আগস্ট। স্বভাবের দিক থেকে তিনি নিজে ভীষণ শান্ত এবং হাসিখুশি সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। অজয়ের থেকে বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য হলেও অজয়কে সব সময় নিজের থেকে বেশি ভালোবাসেন কাজল, আর সেটাই প্রমাণ হয়ে যায় এই ক্যাপশন দেখে।
কাজলের এই পোষ্টের প্রতিক্রিয়ায় এক ভক্ত লেখেন, ‘তোমার রসবোধ তোমার স্বামীকেই সব সময় খুশি রাখবে। অজয়কে জন্মদিনের অনেক শুভেচ্ছা। ’ অন্য একজন লেখেন, ‘তুমি আর তোমার ক্যাপশন! হা!হা!হা! শুভ জন্মদিন অজয়। ’ তবে শুধু সাধারণ মানুষ নন, সঞ্জয় দত্ত এবং কারিনা কাপুর খান ছবি পোস্ট করে অজয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
প্রসঙ্গত, ১৯৯৫ সালে ‘হালচাল’ সিনেমার মাধ্যমে প্রথম দেখা হয় অজয় এবং কাজলের। প্রথমে বন্ধুত্ব পরে ধীরে ধীরে তৈরি হয় প্রেম। ১৯৯৯ সালে অজয়কে বিয়ে করেন কাজল। ২০০৩ সালে কন্যা সন্তান এবং ২০১০ সালে পুত্র সন্তানের জন্ম হয়। ‘ইশক’, ‘দিল কেয়া করে’, ‘রাজু চাচা’, ‘পেয়ার তো হোনা হি থা’সহ বহু সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন অজয় এবং কাজল।
উল্লেখ্য, কাজলকে শেষবার দেখা গেছে ‘দো পাত্তি’ সিনেমায় অভিনয় করতে। কিছুদিনের মধ্যেই অ্যাকশন-থ্রিলার ‘মহারাগ্নি-কুইন অফ কুইন্স’-এ অভিনয় করতে দেখা যাবে তাকে। চরণ তেজ উৎপলপতি পরিচালিত এই সিনেমাতে অভিনয় করবেন নাসিরুদ্দিন শাহ, প্রভু দেবা, যিশু সেনগুপ্ত, আদিত্য শীল এবং প্রমোদ পাঠক।
অন্যদিকে অজয়কে ‘রেইড ২’ সিনেমায় দেখা যাবে। সিনেমাটি চলতি বছরের ১ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে। রাজ কুমার গুপ্ত পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করবেন রিতেশ দেশমুখ, সৌরভ শুক্লা, বাণী কাপুর, রজত কাপুর, সুপ্রিয়া পাঠক এবং অমিত সিয়াল।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৫
এনএটি