ভারতীয় সিনেমার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত! শাহরুখ খান ও কাজল অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ হতে চলেছে প্রথম ভারতীয় সিনেমা, যার মূর্তি স্থাপন হচ্ছে লন্ডনের বিখ্যাত লিসেস্টার স্কোয়ারে।
সিনেমাটিতে রাজ-সিমরনের একটি আইকনিক মুহূর্তের ভঙ্গিমার ব্রোঞ্জের মূর্তি বসছে যাচ্ছে ‘সিনস ইন দ্য স্কোয়্যার মুভি ট্রেইল’র অংশ হিসেবে।
আয়োজক সংস্থা ‘হার্ট অফ লন্ডন বিজনেস অ্যালিয়েন্স’ জানিয়েছে, ‘ডিডিএলজে’র এই সম্মান ৩০ বছর পূর্তির শ্রদ্ধাঞ্জলি। সিনেমার অনেক দৃশ্যেই দেখা গিয়েছিল লন্ডনের টাওয়ার ব্রিজ, কিংস ক্রস স্টেশন, হাইড পার্ক এবং লিসেস্টার স্কোয়ারে। এবার সেই প্রেমের শহরে প্রেমের ইতিহাসও লেখা হল।
‘ডিডিএলজে’ শুধু বলিউড নয়, বিশ্বের অন্যতম সফল সিনেমা। এই সিনেমাতেই প্রথমবার লেস্টার স্কোয়ারের দৃশ্য ছিল। মূর্তিটি শুধু বলিউডের নয়, লন্ডনের বৈচিত্র্যকেও উদযাপন করছে। তাই এই মূর্তি বৈচিত্র্য আর সিনেমার মিলন ঘটাবে, বললেন সংস্থার ডেপুটি চিফ মার্ক উইলিয়ামস।
যশরাজ ফিল্মসের অন্যতম কর্ণধার অক্ষয় উইধানি বলেন, যখন ডিডিএলজে মুক্তি পায়, তখনই এ সিনেমা বলিউডকে বিশ্বের মানচিত্রে তুলে ধরতে সক্ষম হয়েছিল। তাই এই ব্রোঞ্জ মূর্তি শুধু সম্মান নয়, এটা একটি সাংস্কৃতিক সেতুবন্ধন আজও সেই প্রেমের গল্প মানুষ বিশ্বাস করে।
‘ডিডিএলজে’র শুটিং হয়েছিল লন্ডনের কিংস ক্রস স্টেশন, টাওয়ার ব্রিজ, হাইড পার্ক আর হর্সগার্ডস অ্যাভিনিউ-র মতো একাধিক স্পটে। এবার সেই সব মুহূর্তের সাক্ষী হতে চলেছে লন্ডনের সিনেমার রাজপথও। ২৯ মে ম্যানচেস্টার অপেরা হাউসে প্রিমিয়ার হতে চলেছে ‘কাম ফল ইন লাভ–দ্য ডিডিএলজে মিউজিক্যাল’র। রাজ-সিমরানের ভালোবাসা এবার আলোর রোশনাই আর গানের সুরে থিয়েটারের মঞ্চে।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
এনএটি