ঢাকা, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

বিনোদন

স্মৃতি ইরানিকে রাজনীতি থেকে অভিনয়ে ফেরাচ্ছেন একতা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
স্মৃতি ইরানিকে রাজনীতি থেকে অভিনয়ে ফেরাচ্ছেন একতা! স্মৃতি ইরানি-একতা কাপুর

ভারতের ছোটপর্দার ইতিহাসে যুগান্তকারী এক ধারাবাহিক, যা একসময় ঘরে ঘরে রাজত্ব করতে সেই ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’ আবার ফিরছে! আর এবার আর গুঞ্জন নয়, প্রযোজক একতা কাপুর নিজেই দিয়েছেন আনুষ্ঠানিক ঘোষণা।

তবে মাত্র ১৫০ এপিসোডেই শেষ হবে এই ধারাবাহিকের দ্বিতীয় সিজন।

এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন একতা।  

তিনি বলেন, এই ধারাবাহিকের যখন প্রথম সিজন শেষ হয়েছিল, তখন সেটা ২০০০ এপিসোডের ঠিক ১৫০ এপিসোড আগে থেমে গিয়েছিল। সেই অপূর্ণতা পূরণ করতেই ফিরছে ‘কিঁউকি’। শুধুমাত্র ১৫০ এপিসোডের জন্য।

এই রিবুটের মাধ্যমে আলোড়ন ফেলে দেওয়া ধারাবাহিকের পুরনো স্মৃতিকে সম্মান জানানোর পাশাপাশি ২০০০ পর্বের মাইলফলক ছোঁয়ার দায়বদ্ধতাও যেন ঝরে পড়েছে একতার কথায়।  

আর ধারাবাহিকের সবচেয়ে বড়ো টুইস্ট? একতা আরও জানান, এই নতুন সিজনে রাজনীতিও ঢুকছে বিনোদনের ক্যানভাসে। তিনি বলেন, আমরা এবার বিনোদনের মধ্যে রাজনীতির আঙ্গিক আনছি। বলা ভালো, একজন রাজনীতিবিদকে বিনোদনের জগতে নিয়ে আসছি!

এই উক্তির পর থেকেই জোর গুঞ্জন, ফিরছেন তুলসী বিরানি হয়ে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি! স্মৃতির রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার পর অভিনয়ে ফেরা এক বিশাল চমক হবে দর্শকদের জন্য। একতার বক্তব্যেও যেন সেই সম্ভাবনার আভাস স্পষ্ট।  

কিন্তু তুলসীর স্বামী ‘মিহির’ কে হবেন এবার? পুরনো ‘মিহির’দের মধ্যে কারা ফিরছেন, তা নিয়ে অবশ্য এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। অমর উপাধ্যায়, রনিত রয়ের নামও ঘুরছে বাতাসে।  

স্মৃতি ইরানি অভিনয় থেকে বহু দিন আগেই সরে এসেছেন। বর্তমানে তিনি রাজনীতির ময়দানে। গেল কয়েক বছর নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। কিন্তু ২০২৪ সালে অমেঠি লোকসভা কেন্দ্রে তিনি হেরেছেন কংগ্রেস প্রার্থী কিশোরীলাল শর্মার কাছে।  

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।