ঢাকা, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২, ২১ এপ্রিল ২০২৫, ২২ শাওয়াল ১৪৪৬

বিনোদন

ভারতীয় হিসেবে প্রথম, স্বপ্ন পূরণ অনন্যার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
ভারতীয় হিসেবে প্রথম, স্বপ্ন পূরণ অনন্যার অনন্যা পাণ্ডে

বর্তমান প্রজন্মের বলিউড অভিনেত্রীদের মধ্যে অন্যতম অনন্যা পাণ্ডে। স্বল্প সময়ের ক্যারিয়ারে বিভিন্ন সিনেমার জন্য ছক ভেঙে যেভাবে নিজেকে তুলে ধরেছেন, তা প্রশংসার দাবি রাখে।

গ্ল্যমারাস চরিত্রের বাইরে গিয়ে ভিন্ন ঘরানার সিনেমাতেও সাবলীল চাঙ্কিকন্যা।

তারকা সন্তান হওয়ায় ক্যারিয়ারের শুরুর দিকে কম কটাক্ষ শুনতে হয়নি। তার নামের সঙ্গে জুড়ে দেওয়া হয় ‘নেপো-কিড’ তকমাও। তবে স্টারকিড হলেও নিজেকে প্রমাণ করেছেন বারবার। কেশরী চ্যাপ্টার ২-এর ঝলকেও অক্ষয় কুমারের পাশাপাশি নজর কেড়েছেন অনন্যা পাণ্ডে। যে সিনেমা মুক্তি পেতে পাচ্ছে চলতি সপ্তাহেই। এমন সময়ে অভিনেত্রীর মুকুটে যুক্ত হলো নতুন পালক।

জনপ্রিয় আন্তর্জাতিক ফ্যাশন সংস্থা শ্যানেল-এর বিজ্ঞাপনী মুখ হিসেবে নির্বাচিত হয়েছেন অনন্যা পাণ্ডে। যে তকমা এর আগে আর কোনও ভারতীয় তারকার নামের সঙ্গে যুক্ত হয়নি। সেদিক থেকে বলতে গেলে, অনন্যাই প্রথম ভারতীয় যিনি শ্যানেল-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেব ইতিহাস গড়লেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সংস্থাটির পক্ষে এই সুখবর দেওয়া হয়েছে। অভিনেত্রী নিজেও সামাজিকমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন খবরটি।

এক বিবৃতিতে অনন্যা পাণ্ডে জানিয়েছেন, এটাই হল মুক্তির স্বাদ। প্রথম ভারতীয় হিসেবে শ্যানেল-এর জয়যাত্রার সঙ্গে যুক্ত হতে পেরে আমি কৃতজ্ঞ এবং উচ্ছ্বসিত। আমার স্বপ্ন সত্যি হল।

ফ্যাশন সংস্থার পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে জানা হয়েছে, অনন্যা পাণ্ডে এমন একজন নায়িকা যিনি নিজস্ব কৌতূহলে ভর করে গোটা বিশ্ব আঙিনায় নিজের পরিচয় তৈরি করেছেন এবং বর্তমান প্রজন্মের মধ্যে নিজস্ব রুচিবোধের প্রভাব ফেলেছেন। অনন্যার মূল্যবোধের সঙ্গে শ্যানেল-এর সহযোগ থাকায় আমাদের ঘরের হয়ে প্রতিনিধিত্ব করতে ওকে বেছে নেওয়া হল।

গত বছর প্যারিস ফ্যাশন উইক-এ হেঁটেও বাজিমাত করেছিলেন অনন্যা পাণ্ডে। এবার শ্যানেল-এর মতো বিশ্বখ্যাত ফ্যাশন সংস্থার বিজ্ঞাপনী দূত-এর ভূমিকায় তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।