ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

বিনোদন

শাকিব-সাবিলার ‘তাণ্ডব’-এ আফজাল হোসেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩০, মে ৮, ২০২৫
শাকিব-সাবিলার ‘তাণ্ডব’-এ আফজাল হোসেন

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান নতুন সিনেমা ‘তাণ্ডব’-এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নির্মাতা রায়হান রাফী পরিচালিত সিনেমাটিতে নায়িকার ভূমিকায় আছেন সাবিলা নূর।

এবার জানা গেল, তাদের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।

এর মধ্যদিয়ে প্রথমবারের মতো একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে শাকিব খানকে।

সিনেমা সংশ্লিষ্ট একাধিক সুত্র থেকে জানা গেছে, পুলিশের বিশেষ বাহিনী সোয়াত প্রধান হিসাবে অভিনয় করবেন আফজাল হোসেন। আর ঢাকার এফডিসির পর রাজশাহীর বিভিন্ন লোকেশনে শুটিং করছেন তারা।

আফজাল হোসেনের প্রসঙ্গে নির্মাতা রাফী বলেন, এসব নিয়ে এখনই কিছু বলতে চাই না। আগে নির্মাণের কাজ শেষ করতে চাই। ‘তুফান’ সিনেমার চেয়েও বেশি চ্যালেঞ্জ নিয়ে এবার কাজ করতে হচ্ছে। সিনেমার ফাইট ডিরেক্টর ও অনেক কলাকুশলী থাকবেন বিদেশের। অনেক চমক আছে সিনেমায়।

আসছে ঈদুল আযহায় মুক্তির লক্ষ্যে তৈরি হচ্ছে ‘তাণ্ডব’। ইতোমধ্যেই সিনেমার ৭০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে বলেও জানা গেছে।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।