কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা ‘অরণ্যের দিনরাত্রি’। মুক্তির পাঁচ দশক পেরোলেও সিনেমাটি আজও দর্শকদের আন্দোলিত করে।
এ উপলক্ষে সোমবার (১৯ মে) সন্ধ্যায় ফ্রান্সের কান শহরে আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জমজমাট আসরে হেঁটে এলেন সিনেমাটির দুই শীর্ষ চরিত্রের অভিনেত্রী- শর্মিলা ঠাকুর ও সিমি গারেওয়াল।
এদিন কানের লাল গালিচায় শর্মিলার সোনালি পাড় সবুজ রেশমি শাড়ির উজ্জ্বলতা ছড়ান। অন্যদিকে সাদা পোশাকে স্নিগ্ধতায় ভাসান ‘দুলি’চরিত্রের সিমি। সঙ্গী হলেন সত্যজিৎ অনুরাগী আমেরিকান নির্মাতা ওয়েস অ্যান্ডারসন। আন্তর্জাতিক দর্শকের সামনে এক নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে।
সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস ‘অরণ্যের দিনরাত্রি’ অবলম্বনে ১৯৭০ সালে তৈরি হয় এই সিনেমা। এতে অভিনয় করেছিলেন শর্মিলা ঠাকুর, সৌমিত্র চট্টোপাধ্যায়, শমিত ভঞ্জ, রবি ঘোষ, শুভেন্দু চট্টোপাধ্যায়, সিমি গারেওয়াল প্রমুখ।
সুনীলের সেই উপন্যাসকেই নিজের মত করে সাজিয়ে সিনেমা তৈরি করেছিলেন বিশ্ববরেণ্য পরিচালক সত্যিজিৎ রায়। পালামৌয়ের জঙ্গলে হয়েছিল এর শুটিং। সিনেমার প্রযোজনা করেছিল প্রিয়া ফিল্মস। প্রযোজনা সংস্থার থেকে সন্দীপ রায় ও ওয়েস অ্যান্ডারসনের উদ্যোগে ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন ও জানুস ফিল্মস দ্য ক্রাইটেরিয়ান কালেকশনের সহযোগিতায় ‘অরণ্যের দিনরাত্রি’ সিনেমাটি পুনরুদ্ধার করা হয়।
এনএটি