ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

গানের জন্য সম্মাননা পেলেন সোনিয়া সাহা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০০, মে ২৩, ২০২৫
গানের জন্য সম্মাননা পেলেন সোনিয়া সাহা

এ সময়ের সংগীত শিল্পী সোনিয়া সাহা শান্তা। এবার গানের জন্য সম্মাননা পেলেন তিনি।

মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত শিল্প ও নান্দনিকতা পুরস্কারে এই সম্মাননা দেওয়া হয় সোনিয়াকে।

গেল ২১ মে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এই সম্মননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যেখানে কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামানের হাত থেকে সংগীত বিভাগে সম্মাননা গ্রহণ করেন সোনিয়া।  

এ বিষয়ে তিনি বলেন, সম্মাননা বা কাজের স্বীকৃতি পেলে বরাবরই ভালো লাগে। এবার সম্মাননা পাওয়ায় অনেক ভালো লাগছে। তবে এর সঙ্গে দায়বদ্ধতা বেড়ে যায়। তাই সামনে আরও ভালো গান নিয়ে কাজ করে যেতে চাই। এ জন্য সবার আশির্বাদ কাম্য।  

সোনিয়া সাহার গানের হাতেখড়ি মা রত্না সাহার কাছ থেকেই। স্কুল জীবন থেকে বিভিন্ন সরকারি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি।

দীর্ঘ সময় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কুমিল্লায় সংগীত সম্পাদিকা হিসেবে ছিলেন। ২০১১ সালে গাও বাংলার গান রিয়েলিটি শোতে সেরা ১১ তম হয়েছিলেন। তারপর জাগো এফএম ব্রেভার মিউজিক প্রতিযোগিতায় জনগণের সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হন সোনিয়া।
এরইমধ্যে তিনি মিউজিক ভিডিওসহ বেশ কয়েকটি মৌলিক গান প্রকাশ করেছেন। এরমধ্যে কয়েকটি পেয়েছে জনপ্রিয়তাও।

তবে বিয়ের পর গান থেকে কিছুটা দূরে ছিলেন তিনি। সেই বিরতির পর আবার ও নতুন করে শুরু করছেন গানের পথে যাত্রা। তার মৌলিক গানের সংখ্যা ১৫টির ওপরে।

এদিকে, সোনিয়ার মা রত্না সাহাও গানের সঙ্গে যুক্ত রয়েছেন। কুমিল্লায় গানের শিক্ষকতাও করছেন তিনি। দীর্ঘদিন উদীচী শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক সম্পাদিকার দায়িত্ব পালন করেছেন।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।