ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

বিনোদন

এজেএফবি স্টার অ্যাওয়ার্ড পেলেন এনায়েত উল্যাহ সৈয়দ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৮, জুলাই ২, ২০২৫
এজেএফবি স্টার অ্যাওয়ার্ড পেলেন এনায়েত উল্যাহ সৈয়দ

আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ (এজেএফবি)-এর ১৮ বছর পূর্তিতে সম্প্রতি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি)-র অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় এজেএফবি অ্যাওয়ার্ড-২০২৫। চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীতসহ বিভিন্ন ক্যাটাগরিতে দেশের বরেণ্য শিল্পীদের মাঝে এ পুরষ্কার তুলে দেওয়া হয়।

এ বছর ‘এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৫’ এ শ্রেষ্ঠ অভিনেতার পুরষ্কারে ভূষিত হলেন এনায়েত উল্যাহ সৈয়দ, যিনি শিপুল সৈয়দ নামে সু-পরিচিত।

আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ (এজেএফবি)-এর উদ্যোগে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন শাখায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়।  

এজেএফবি আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি এটিএন বাংলার তাশিক আহমেদ চিত্রনায়ক আলীরাজ উপস্থিত ছিলেন। এ সময় চলচ্চিত্র নায়ক আলীরাজ নাট্যাঙ্গনে বিশেষ অবদানস্বরূপ শ্রেষ্ঠ নাট্য নির্মাতা হিসেবে পুরস্কার তুলে দেন।  

এনায়েত উল্যাহ সৈয়দ বলেন, অভিনয় আমার ধ্যান-জ্ঞান রক্তে মিশে গেছে। আমি অভিনয় ছাড়া কিছুই বুঝি না। এই জগতটা আমার সংসারেরই অংশ। তাই, আজকের এই পুরস্কার আমাকে আন্দোলিত করছে পরবর্তী কাজে আরো উৎসাহিত করছে।

অনুষ্ঠানে সংস্কৃতির বিভিন্ন শাখায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আজীবন সম্মাননা লাভ করেন চিত্রনায়ক আলীরাজ।  

এছাড়া আরও অ্যাওয়ার্ড পেয়েছেন চলচিত্র নায়ক নিরব, ডিএ তায়েব, রাশেদ মামুন অপু, পূজা চেরি, আব্দুন নূর সজল, সামিরা খান মাহি, ইথুন বাবু, আসিফ আকবার, আঁখি আলমগীর, শিবা সানু, শিল্পী বেলাল খান, গাজী রাকায়েত প্রমুখ ব্যক্তিবর্গ।  

এ সময় অনুষ্ঠাতে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন- চলচ্চিত্র নায়ক আলীরাজ, নিরব হোসেন, জাসাস-এর যুগ্ম আহ্বায়ক মো. লিয়াকত আলী ও এটিএন বাংলার অনুষ্ঠান প্রধান তাশিক আহমেদ।  

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।