ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

বিনোদন

অ্যাকুয়া নীল শাড়িতে ভেজা লুকে চোখধাঁধানো ইধিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫০, আগস্ট ১৪, ২০২৫
অ্যাকুয়া নীল শাড়িতে ভেজা লুকে চোখধাঁধানো ইধিকা

টলিউড অভিনেত্রী ইধিকা পালের ক্যারিয়ারের শুরু ছোটপর্দা থেকে। হঠাৎ করেই ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে বড়পর্দায় অভিনয়ের সুযোগ পেয়ে যান।

এরপরই রাতারাতি লাইমলাইটে চলে আসেন।

শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে প্রথমবার বড়পর্দায় আসেন ইধিকা। এরপরই টলিউডে বড় ব্রেক পান তিনি। ‘খাদান’-এ দেবের নায়িকা হন তিনি। যেখানে দেব-ইধিকার রসায়ন কাঁপিয়ে দিয়েছিল বক্স অফিস। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ইধিকাকে। একের পর এক সিনেমাতে সুযোগ পাচ্ছেন নায়িকা।

এরই মাঝে শ্রীদেবী অবতারে ধরা দিয়ে সামাজিকমাধ্যমে ঝড় তুললেন। নীল শাড়িতে তার সাজ ছিল চোখধাঁধানো।

ছবিতে দেখা যায়, হালকা অ্যাকুয়া নীল শাড়ির মনোক্রম সাজে তার সৌন্দর্য যেন দ্যুতি ছড়াচ্ছে। সুইমিং পুলে জলকেলিতেও মেতে উঠেছেন নায়িকা; শিফন শাড়ির সঙ্গে তার ভেজা চুলের এলোমেলো কোঁকড়া ভাব আলাদাভাবে আবেদন বাড়িয়েছে।

মেকআপে রাখা হয়েছে ন্যুড টোন, চোখে হালকা স্মোকি টাচ, আর ঠোঁটে নরম গোলাপি শেডের লিপকালার, যা তার প্রাকৃতিক সৌন্দর্যকে দ্বিগুণ ফুটিয়ে তুলেছে। শাড়ির সঙ্গে কপালের নীল টিপ, মুক্তার ব্রেসলেট, নেকলেস আর দুল পুরো সাজকে করেছে পরিপূর্ণ।

গেল ১৩ আগস্ট ছিল বলিউডের প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর জন্মদিন। মূলত ইধিকা তার এই সাজটি উৎসর্গ করেছেন নায়িকা শ্রীদেবীর প্রতি। ছবিগুলো পোস্ট করে নিজের ইচ্ছের কথাও প্রকাশ করেছেন এই টলিউড অভিনেত্রী।  

তিনি বলেছেন, শ্রীদেবী যদি বেঁচে থাকতেন তাহলে যদি তিনি সুযোগ পেতেন তার সঙ্গে অভিনয়ের, সেটা খুবই অল্প সময়ের জন্য হত।

যদিও ইধিকার সেই স্বপ্ন অধরাই থাকবে। ৭ বছর আগেই মিস্টার ইন্ডিয়া নায়িকা প্রয়াত হন। দুবাইয়ের এক হোটেলে বাথটবের জলে পড়ে মৃত্যু হয় শ্রীদেবীর। তার রহস্যজন মৃত্যুর রহস্য আজও উন্মোচন হয়নি।  

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।