ঢাকা, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

রাজীব মণি দাসের রচনায় ফিকশন ‘প্রেমলীলা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৫, সেপ্টেম্বর ২৫, ২০২৫
রাজীব মণি দাসের রচনায় ফিকশন ‘প্রেমলীলা’

আমাদের সমাজে নানা ধরণের প্রেমের রসদ রয়েছে। প্রেমলীলা তেমনই একটি রসদের গল্প।

এমনই গল্প নির্মাণ করলেন নির্মাতা নাজনীন হাসান খান এবং রচনা ও চিত্রনাট্য দিয়েছেন রাজীব মণি দাস।  

রচয়িতা রাজীব মণি দাস বলেন, অনেক সময় পছন্দের মানুষকে নিজের মনের কথা বলতে না পারাও একটা ব্যর্থতা। তখন প্রয়োজন অন্যের সহযোগিতা। ছেলের জীবন সঙ্গী খুঁজতে গিয়ে বাবাও যেন ক্লান্ত। তাই ছেলের হয়ে পাত্রী খোঁজার দায়িত্ব বাবা নিজ কাঁধে তুলে নেয়। এরপর ঘটবে নানা ঘটনা।  

নাটকের গল্পে দেখা যাবে, জয়নাল একজন খ্যাতিমান শিল্পপতি। এক ছেলে এক মেয়েকে নিয়ে তার সংসার। সামির যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতো, তখন নিধি নামে একটি মেয়ে তাকে খুব পছন্দ করতো। কিন্তু সামির কখনও ফিরেও তাকায়নি। সামির তার মায়ের পছন্দ মতোই বিয়ে করবে মনে মনে ভাবতো।

নিধি হঠাৎ একদিন সামিরের বাসায় এসে হাজির। বাবা জয়নাল সাহেব নিধিকে খুব ভালো করে দেখছেন কিন্তু ছেলের বউ হিসেবে নাকি অন্যকিছু সেটা বোঝা যাচ্ছে না। অন্যদিকে সামিরের বিয়ের জন্য পাত্রি হিসাবে ঠিক করে ফেললো সামিরের মা রাখি। সামির বাসায় আসতেই নিধির কথা বলতেই আৎকে উঠে সে।  

কৌশলে নিধির নাম্বার নিয়ে নেয় জয়নাল সে সামির কণ্ঠ নকল করে নিধির সঙ্গে কথা বলে। নিধি বুঝতেই পারল না এটা সামিরের কণ্ঠ না। জয়নালের মুখে মিষ্টি মিষ্টি কথা শুনে নিধির বিশ্ববিদ্যালয়ের মতো নতুন করে প্রেম জেগে উঠে। একদিন নিধি ফেইবুক চ্যাটে বসে সামিরকে বলে জন্মদিনে বাসায় যাবার জন্য।  

কলিংবেলের শব্দে দৌঁড়ে দরজা খুলে নিধি। সে সামিরের বাবাকে দেখে হতভম্ব। নিধিকে কিছু বলার আগেই সেই মুহূর্তেই শ্রেষ্ঠাকে নিয়ে হাজির হয় সামির। এমনই রহস্যময় গল্পে এগিয়ে যাবে ‘প্রেমলীলা’ নাটকের দৃশ্য।  

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিবলী নওমান, সুমাইয়া অর্পা, মাসুদ মহিউদ্দিন, সাইকা আহমেদ, ফরিদ হোসাইন, সুব্রত চক্রবতীসহ অনেকেই।  

নির্মাতা সূত্রে জানা যায়, ‘প্রেমলীলা’ নাটকটি শিগগিরই একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।  

এনএটি 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।