ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

মহম্মদ হাননান স্মরণে ‘শিখন্ডী কথা’র প্রদর্শনী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৪, ফেব্রুয়ারি ৬, ২০১৪
মহম্মদ হাননান স্মরণে ‘শিখন্ডী কথা’র প্রদর্শনী

ঢাকা: প্রয়াত চলচ্চিত্র নির্মাতা মহম্মদ হান্নান স্মরণে ‘শিখন্ডী কথা’ নাটকের বিশেষ প্রদর্শনী হবে শুক্রবার। শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রদর্শনটির আয়োজন করেছে মহাকাল নাট্য সম্প্রদায়।

নাটকটিকে চলচ্চিত্রে রূপদান করেছিলেন মহম্মদ হান্নান।

বাংলাদেশের হিজড়া সমাজের মানুষের সুখ- দুঃখ নিয়ে নির্মিত ‘শিখন্ডী কথা’র ১৩৮তম প্রদর্শনী এটি। আনন জামান রচিত নাটকটি  নির্দেশনা দিয়েছেন রশীদ হারুন।

চলচ্চিত্রকার মহম্মদ হাননান এর পরিচালনায়, ইমপ্রেস টেলি ফিল্মের প্রযোজনায় এবং মহাকাল নাট্য সম্প্রদায়ের শিল্পীদের অভিনয়ে ইতিমধ্যে ‘শিখন্ডী কথা’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে।

সন্ধ্যা সাতটায় নাটকের প্রদর্শনী শুরুর আগে বিকেল সাড়ে পাঁচটায় একইস্থানে স্মরণ সভা অনুষ্ঠানও আয়োজন করা হয়েছে। স্মরণ সভায় উপস্থিত থাকবেন চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি চলচ্চিত্রকার শহিদুল ইসলাম খোকন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী।

স্মরণসভায় সভাপতিত্ব করবেন মহাকাল নাট্য সম্প্রদায় এর প্রতিষ্ঠাতা সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সাধারণ সম্পাদক চলচ্চিত্রকার এফআই মানিক।

‘শিখন্ডী ক‘থা’ নাটকে অভিনয় করেছেন মীর জাহিদ হাসান, পলি বিশ্বাস, উৎপল চক্রবর্তী, উজ্জ্বল আচার্য্য, হাবিবুর রহমান হাবিব, সবুজ হোসেন, শাহনেওয়াজ, সৈয়দ ফেরদৌস ইকরাম, কামরুজ্জামান সবুজ প্রমুখ।

উল্লেখ্য, চলচ্চিত্রকার মহম্মদ হান্নান গত ২১ জানুয়ারি পরলোকগমন করেন।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ০৬ ফেব্রুয়ারি, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।