ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

আরেকটি ছবির সংগীত পরিচালক কুমার বিশ্বজিৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
আরেকটি ছবির সংগীত পরিচালক কুমার বিশ্বজিৎ কুমার বিশ্বজিৎ

আরেকটি চলচ্চিত্রের সংগীত পরিচালনা করছেন কুমার বিশ্বজিৎ। নাম চূড়ান্ত না হওয়া ছবিটি পরিচালনা করবেন সোহানুর রহমান সোহান।

এতে অভিনয় করবেন আরিফিন শুভ।

নতুন ছবিটির সংগীত পরিচালনা প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বাংলানিউজকে বলেন, ‘আগামী সপ্তাহ থেকে এর রেকর্ডি শুরু হবে। সোহানুর রহমান সোহান অনেক জনপ্রিয় ছবির পরিচালক। আশা করছি, আমাদের সমন্বয়ে ভালো কাজ হবে। ’

এর আগে পিএ কাজলের ‘স্বামী স্ত্রীর ওয়াদা’ ছবির জন্য শ্রেষ্ঠ সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান কুমার বিশ্বজিৎ। সম্প্রতি তিনি সরকারি অনুদানে নির্মিত প্রসূন রহমানের ‘সুতপার ঠিকানা’ ছবির সংগীত পরিচালনা করেছেন।

বাংলাদেশ সময় : ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

** চলচ্চিত্রের সংগীত পরিচালনায় ফেরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।