ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

বিনোদন

ছেঁড়াদ্বীপে নিলয় ও তানজিন তিশা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩২, জানুয়ারি ১২, ২০১৫
ছেঁড়াদ্বীপে নিলয় ও তানজিন তিশা ছেঁড়াদ্বীপ নাটকে নিলয় ও তানজিন তিশা

ছেঁড়াদ্বীপে নিলয় ও তানজিন তিশা কি করছেন। আবার তিশাকে রাখাইন মেয়ের পোশাকে এবং নিলয়কে ক্যামেরা হাতে দেখা যাচ্ছে।

এ সবকিছুর জবাব মিলবে ‘ছেঁড়াদ্বীপ‘ নাটকে। এর রচনা ও পরিচালনা করেন ফয়েজ রেজা। এখানে রাখাইন মেয়ের চরিত্রে নিলয়ের সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন তানজিন তিশা।

কুয়কাটার বিভিন্ন স্থানে এ নাটকের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। এ নাটকে আরো একটি চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ।

নাটকটি নিয়ে তানজিন তিশা বাংলানিউজকে বলেন. ‘এখানে আমার চরিত্রের নাম মহুয়া। রাখাইন মেয়ের চরিত্রে প্রথমবার অভিনয় করলাম। আমি সেখানের আঞ্চলিক ভাষায় কথা বলেছি। দর্শকরা এটি পছন্দ করবেন বলে ধারণা করছি। ’

নিলয় বলেন, ‘আমার চরিত্রের নাম আবির। একজন গোয়েন্দা পুলিশের ভূমিকায় অভিনয় করেছি। যেখানে মহুয়াকে নানা বিপর্যয় থেকে বাঁচানোর চেষ্টা করার জন্য আসি। বেশ ভালো কাজ হয়েছে। ’

খুব শিগগিরই যে কোনো একটি টিভিতে দেখা যাবে নাটক ‘ছেঁড়াদ্বীপ‘।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।