ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

কবি মোশাররফ করিম

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৭, এপ্রিল ২৫, ২০১১
কবি মোশাররফ করিম

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবার কবি চরিত্রে অভিনয় করলেন। ইশতিয়াক আহমেদ রুমেলের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ভেলকি’তে কবি চরিত্রে মোশাররফ করিম অভিনয় করেছেন বরিশালের আঞ্চলিক ভাষায়।



 ‘ভেলকি’ নাটকের কাহিনী গড়ে উঠেছে একজন কবিকে কেন্দ্র করে। এই কবির ডাঙ্গায় থাকতে ভালো লাগে না। তাই বসবাসের জন্য তিনি এক আত্মীয়ের লঞ্চে উঠে পড়েন। সেখানে জীবিকার জন্য বেছে নেন লঞ্চের সিট ভাড়া দেয়া সহ নানারকম ধান্ধা।

সম্প্রতি একটি ভাসমান লঞ্চে টানা তিনদিন নাটকটির শুটিং হয়েছে। এ নাটকে অভিনয় করা প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, কবি চরিত্রে কাজ করতে গিয়ে বেশ আনন্দ পেয়েছি। চরিত্রটি খুবই মজার। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।

ধারাবাহিক নাটক ‘ভেলকি’তে আরো অভিনয় করেছেন সিদ্দিক অপর্ণা, জয়রাজ, ফারুক হোসেন প্রমুখ। শিগগিরই নাটকটির প্রচার শুরু হবে একটি চ্যানেলে।

বাংলাদেশ সময় ১৫২০, এপ্রিল ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।