ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

বিনোদন

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে শাকিব খান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, মে ২১, ২০১৫
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে শাকিব খান শাকিব খান / ছবি : নূর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দেশের কিং খান ঈদের আগে এসে অসুস্থ হয়ে গেলেন। এ খবরে বেশকিছু প্রযোজক ও পরিচালক চিন্তায় মাথায় হাত।

কারণ ঈদের কাজ শেষ করার আগেই সপ্তাহ দুয়েক ধরে শারীরিকভাবে অনেক অসুস্থ হন শাকিব খান। তবুও অসুস্থতা নিয়ে টানা শুটিং করে যাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নিজের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে হচ্ছে তাকে।

জানা যায়, ১৯ মে ‘লাভ ম্যারেজ’ ছবির ডাবিং করার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন শাকিব। সাথে সাথে তাকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডা. সলিমুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসা শেষে তাকে বাসা নিয়ে যাওয়া হয়।

ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, শাকিব কিছুদিনের জন্য সিঙ্গাপুরে যাবেন। মেডিকেল চেক আপের জন্যই তার এ যাত্রা। তবে তিনি আগের চেয়ে বেশ ভালো আছেন বলে জানা যায়।

শাকিব খানের সুস্থতা কামনা করছে চলচ্চিত্রঙ্গনের সকল মানুষ।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, ২১ মে, ২০১৫
এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।