ঢাকা, মঙ্গলবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

বিনোদন

দুই বছর পর…

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
দুই বছর পর… ফেরদৌস ওয়াহিদ

জনপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ গান করছেন দীর্ঘদিন ধরে। পপ ধাঁচের গানে তার জুড়ি নেই।

প্রকাশ করেছেন ২১টি একক অ্যালবাম। গেয়েছেন বিভিন্ন মিশ্র অ্যালবাম ও চলচ্চিত্রে। মাঝখানে চলচ্চিত্র নির্মাতা হিসেবেও দেখা গেছে তাকে। আবার নতুন গানে পাওয়া যাবে ফেরদৌস ওয়াহিদকে। দুই বছর বিরতির পর নতুন বছরের শুরুতে আসছে তার নতুন একক।

ফেরদৌস ওয়াহিদ জানান, তার ২২তম একক অ্যালবামের কাজ প্রায় শেষ। ভিন্ন স্বাদের ৮টি গান থাকবে এতে। তৈরি করা হচ্ছে মিউজিক ভিডিও। নাম চূড়ান্ত না হওয়া অ্যালবামটি বাজারে আসবে আগামী পহেলা বৈশাখ উপলক্ষে।

তিনি জানান, অ্যালবামে গান লিখেছেন কবির বকুল, রবিউল ইসলাম জীবন, মোজ্জাম্মেল হক প্রমুখ। ফেরদৌস ওয়াহিদের পাশাপাশি এতে সুর-সংগীতায়োজন করেছেন সাবিত আইয়ূব।

ফেরদৌস ওয়াহিদের প্রথম একক অ্যালবাম ‘ফেরদৌস ওয়াহিদ ১’ প্রকাশ হয় ১৯৭৬ সালে। তার সর্বশেষ একক ‘মাধুরী’ বাজারে আসে ২০১৩ সালে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।