ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

বিনোদন

বিস্কুট খেতে বলবেন পপি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩০, ডিসেম্বর ১১, ২০১৫
বিস্কুট খেতে বলবেন পপি! পপি / ছবি: নূর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সকাল-বিকেল কিংবা রাত-দুপুরে ভোজনবিলাসীদের বিস্কুট খেতে উদ্বুদ্ধ করতে মাঠে নামছেন চিত্রনায়িকা পপি। রোমানিয়া বিস্কুটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি।

এরই মধ্যে চুক্তিও করে ফেলেছেন। এর মেয়াদ এক বছর।

এদিকে রোমানিয়া বিস্কুটের প্রচারণার অংশ হিসেবে নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হচ্ছেন পপি। এটি নির্মাণ করবেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। শুক্রবার (১১ ডিসেম্বর) এফডিসির চার নম্বর ফ্লোরে সারাদিন এর চিত্রায়ন হবে। চিত্রগ্রহণ করবেন চন্দন রয় চৌধুরী। শিল্প নির্দেশনায় সামুরাই মারুফ। পোশাক পরিকল্পনা করেছেন রামীম রাজ।

বিজ্ঞাপনচিত্রে জনপ্রিয় একটি গানের তালে নাচবেন পপি। এটি নতুনভাবে গেয়েছেন কনা। সংগীতায়োজন করেছেন নাভেদ।

বাংলাদেশ সময় : ০২২৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।