ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তানভীর মোকাম্মেলের দুটি বই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
তানভীর মোকাম্মেলের দুটি বই

বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি লেখালেখিতেও সিদ্ধহস্ত। এবার একসঙ্গে দু'টি বই প্রকাশ করছেন তিনি।

এর মধ্যে একটি উপন্যাস, অন্যটি কবিতার বই।

বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের সচিব ওয়াসউদ্দিন আহমেদ জানান, উপন্যাস ‘দুই নগর’ ও কাব্যগ্রন্থ ‘তানভীর মোকাম্মলেরে কবিতাগুচ্ছ’ প্রকাশ উপলক্ষে আগামী শুক্রবার (৮ জানুয়ারী) প্রকাশনা উৎসব করা হবে। এতে আলোচনা করবেন ড. আনিসুজ্জামান, খালেদ হোসাইন ও রুবি রহমান।
 
সাতচল্লিশের দেশভাগ, একাত্তরের মুক্তিযুদ্ধ ও শাহবাগ আন্দোলনের বিশাল প্রেক্ষাপটে লেখা তানভীর মোকাম্মেলের ‘দুই নগর’-এ সময়ই নায়ক। উপন্যাস প্রথমবার হলেও দীর্ঘ্যদিন ধরে কবিতাও লিখছেন তানভীর মোকাম্মেল।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৫
এসও/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।