ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সুইডিশ তরুণীর কণ্ঠে ‘ওরে নীল দরিয়া’

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
সুইডিশ তরুণীর কণ্ঠে ‘ওরে নীল দরিয়া’ জয়ি প্র্যাঙ্কস

সংগীতের কোনো সীমান্ত নেই। সংগীত সার্বজনীন।

ভাষাও এখানে কোনো দেয়াল নয়। সুইডিশ তরুণী জয়ি প্র্যাঙ্কস সেই বার্তাই যেন দিলেন। বাংলাদেশের বিখ্যাত গান ‘ওরে নীল দরিয়া, আমায় দে রে, দে ছাড়িয়া’ গেয়ে ইউটিউবে নিজের চ্যানেলে উঠিয়েছেন তিনি।

প্রয়াত আবদুল্লাহ আল মামুন পরিচালিত ‘সারেং বৌ’ ছবির জন্য গানটি গেয়েছিলেন মোহাম্মদ আবদুল জব্বার। এর কথা লিখেছেন মুকুল চৌধুরী, সুর ও সংগীত পরিচালনা করেন আলম খান। গানটির চিরন্তন আবেদন আবেগপ্রবণ করেছে সুদূর সুইডিশ তরুণীকেও।

কালজয়ী এই গান সংগীত পিপাসু জয়ির কণ্ঠে শুনলে মনটা দুখুবিলাসী হয়ে যেতে পারে অনেকের। তার আবেগমেশানো কণ্ঠে গাওয়া গানটি সব বাংলাদেশিকেই গর্বিত করতে পারে। গত ১৭ ডিসেম্বর তিনি এটি তুলেছেন ইউটিউবে। সামাজিক যোগাযোগের মাধ্যমের সুবাদে এই ভিডিও ছড়িয়ে পড়েছে অন্তর্জাল দুনিয়ায়।

* জয়ি প্র্যাঙ্কসের কণ্ঠে ‘ওরে নীল দরিয়া’ গানের ভিডিও :


* ‘সারেং বৌ’ ছবির ‘ওরে নীল দরিয়া’ গানের ভিডিও :


বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।