ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শাড়ি পরে গাইতে চান জস স্টোন

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
শাড়ি পরে গাইতে চান জস স্টোন জশ স্টোন

‘শাড়ি পরে পারফর্ম করা যাবে তো?’ প্রশ্নটা জস স্টোনের। শাড়ি কিনতে চেয়ে টাইমস অব ইন্ডিয়ার এক সাংবাদিকের কাছে মতামত নিয়েছেন ব্রিটিশ এই গায়িকা।

যদি যায় তাহলে ভারতীয় উপমহাদেশের সব কনসার্টে একবার হলেও শাড়ি পরে গাইতে চান স্বর্ণকেশী নীল চোখের এই শিল্পী।

জস স্টোন ঢাকায় সংগীত পরিবেশন করবেন আগামী ২০ ফেব্রুয়ারি। ওইদিন বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি হলে লাইভস্কয়ার আয়োজিত ‘পপরিপাবলিক’ শীর্ষক কনসার্টে শাড়ি পরে মঞ্চে এসে দর্শক-শ্রোতাকে চমকে দিতে পারেন ২৭ বছর বয়সী এই গায়িকা। নাকে সবসময়ের মতো থাকবে রিং।

ভালোবাসা দিবসে রাত সাড়ে ১০টায় মুম্বাইয়ে মহিন্দ্র ব্লুজ উৎসবে সংগীত পরিবেশন করেছেন জস স্টোন। এটি এশিয়ার বৃহত্তর ব্লুজ উৎসব। এর ফাঁকেই টাইমস অব ইন্ডিয়ার পক্ষে শর্মিলা গনেশণ রামকে সাক্ষাৎকার দেন তিনি।

বিশ্বব্যাপী জস স্টোনের বিভিন্ন অ্যালবামের ১ কোটি ২০ লাখ কপি বিক্রি হয়েছে। মার্কিন মুলুকে তার পাওয়া সাফল্য নতুন প্রজন্মের ব্রিটিশ নারী সৌল গায়িকাদের পথ সুগম করে দিয়েছে। ২০০৭ সালে ৪৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে বেস্ট রিদমঅ্যান্ডব্লুজ পারফর্ম্যান্স (দ্বৈত/দলীয়) বিভাগে ‘ফ্যামিলি অ্যাফেয়ার’ গানের জন্য পুরস্কার পান। এতে তার সঙ্গে কণ্ঠ দেন জন লিজেন্ড ও ভ্যান হান্ট। ২০০৫ সালে ব্রিট অ্যাওয়ার্ডসে ব্রিটিশ ফিমেল সলো আর্টিস্ট আর ব্রিটিশ আরবান অ্যাক্ট বিভাগে পুরস্কার জেতেন তিনি।

গান গাওয়ার পাশাপাশি অভিনয়ও করেন জস স্টোন। আগামী ১ এপ্রিল মুক্তি পাবে তার নতুন ছবি ‘টুমরো’। এতে ম্যান্ডি চরিত্রে দেখা যাবে তাকে। এক দশক আগে ‘ইরাগন’-এর মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘স্ন্যাপারস’ (২০০৮) ছবিতেও অভিনয় করেন তিনি। এ ছাড়া কণ্ঠ দিয়েছেন ‘জেমস বন্ড ০০৭: ব্লাড স্টোন’ ভিডিও গেমে।

জস স্টোনের অ্যালবাম
* দ্য সৌল সেশনস (২০০৩)
* মাইন্ড বডি অ্যান্ড সৌল (২০০৪)
* ইন্ট্রোডিউসিং জশ স্টোন (২০০৭)
* কালার মি ফ্রি! (২০০৯)
* এলপিওয়ান (২০১১)
* দ্য সৌল সেশনস ভলিউম.টু (২০১২)
* ওয়াটার ফর ইউর সৌল (২০১৫)

* জস স্টোনের গাওয়া ‘স্টাক অন ইউ’ গানের ভিডিও :


বাংলাদেশ সময় : ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।