ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘সিন্ডেরেলা’র পর লিলি আবার ঢাকায়!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
‘সিন্ডেরেলা’র পর লিলি আবার ঢাকায়!

রূপকথার গল্প নিয়ে নির্মিত ‘সিন্ডারেলা’ ছবিতে নজরকাড়া অভিনয় করে গত বছর হলিউডে আলোচিত হন অভিনেত্রী লিলি জেমস। এজন্য তিনি একটি পুরস্কারও জিতেছেন।

মনোনয়ন পেয়েছেন টিন চয়েস অ্যাওয়ার্ডেও। এবার ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস অ্যান্ড জোম্বিজ’ ছবিতে নিজেকে ছাড়িয়ে আরও এক ধাপ এগিয়ে গেছেন তিনি। ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া ছবিটি এরই মধ্যে দর্শকদের মন জয় করেছে।

রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) মুক্তি পাচ্ছে ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস অ্যান্ড জোম্বিজ’। ১৮১৩ সালে প্রকাশিত হয় জেন অস্টেনের ধ্রুপদী উপন্যাস ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’। অস্টেনের মূল কাহিনীর সঙ্গে এ ছবিতে মিশিয়ে দেওয়া হয়েছে জোম্বি। বার স্টিয়ারস পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন স্যাম রাইলি, জ্যাক হাস্টন, ডগলাস বুথ, ম্যাট স্মিথ, চার্লস ড্যান্স প্রমুখ।

২০০৫ সালে মুক্তি পাওয়া ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’ বিশ্বব্যাপী দর্শক-সমালোচকদের কাছে ব্যাপক সমাদৃত হয়েছিলো। ১২ কোটি ডলারেরও বেশি আয়ের পাশাপাশি ছবিটি ৭৮তম অস্কারে চারটি মনোনয়ন পায়। জো রাইট পরিচালিত ছবিটির গল্প আবর্তিত হয়েছে এক অসচ্ছল ইংরেজ পরিবারের পাঁচ মেয়ের কাহিনী নিয়ে। এতে এলিজাবেথ বেনেট চরিত্রে অভিনয়ের অস্কারে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পান কিরা নাইটলি।

এদিকে চলতি বছর মুক্তি পাবে লিলির আরেক ছবি “দ্য কাইজার’স লাস্ট কিস”। কাজ চলছে ‘বেবি ড্রাইভার’-এর। সব মিলিয়ে সামনের দিনগুলোতে লিলির জন্য আরও বড় কিছুর হাতছানি রয়েছে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময় : ১৪১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।