ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘ত্রিংশ শতাব্দী’ ও ‘চিত্রাঙ্গদা’র বিশেষ প্রদর্শনী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
‘ত্রিংশ শতাব্দী’ ও ‘চিত্রাঙ্গদা’র বিশেষ প্রদর্শনী

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একই দলের দুটি নাটকের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এগুলো হলো- স্বপ্নদলের ‘ত্রিংশ শতাব্দী’ ও ‘চিত্রাঙ্গদা’।



‘শুদ্ধরূপে বাংলা ভাষা বলতে চাই, শুনতে চাই’- এ স্লোগান নিয়ে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৬’ উপলক্ষে  এই আয়োজন করেছে স্বপ্নদল।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে শনিবার (২০ ফেব্রুয়ারি) ‘ত্রিংশ শতাব্দী’ ও রোববার (২১ ফেব্রুয়ারি) স্টুডিও থিয়েটার হলে ‘চিত্রাঙ্গদা’র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। মঞ্চায়ন শুরু হবে প্রতিদিন সন্ধ্যা ৭টায়। বাদল সরকারের মূল রচনায় ‘ত্রিংশ শতাব্দী’ ও রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’র নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

এদিকে স্বপ্নদল সম্প্রতি লন্ডনে ইউরোপের মর্যাদাপূর্ণ নাট্যোৎসব ‘১৩তম এ সিজন অব বাংলা ড্রামা ২০১৫’ ও ‘১৭তম ভারত রঙ মহোৎসব ২০১৫’-এ ‘ত্রিংশ শতাব্দী’র সফল প্রদর্শনী করেছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।