ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শিশুদের শিল্পকর্মের প্রদর্শনী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
শিশুদের শিল্পকর্মের প্রদর্শনী

‘সত্যই সুন্দর, সৌন্দর্যই সত্য’- জন কিটসের এই অমর বাণীকে প্রত্যয় করে শিশু-কিশোরদের শুদ্ধ চিন্তার বিকাশ ও শিল্পের প্রতি আকর্ষণ সৃষ্টির লক্ষ্যে ঢাকার খিলগাঁওয়ে দুই বছর ধরে কাজ করে চলেছে হ্যাপি ডট আর্ট অ্যান্ড ক্রাফট স্কুল। আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে স্কুলটির প্রথম আর্ট এন্ড ক্রাফট প্রদর্শনী।



সবার জন্য উন্মুক্ত এই আয়োজনে স্থান পাবে স্কুলের শিক্ষার্থীদের আঁকা চিত্রকর্ম ও হাতে তৈরি নানা হস্তশিল্প। প্রদর্শনী হবে খিলগাঁও চৌধুরীপাড়ার বজরা-আর্ট এন্ড ডাইনে। প্রদর্শনী চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এখানে শিশুদের জন্য থাকছে কালার কনটেস্ট, কেরিকেচার, শিল্পীর আঁকা ছবিসহ মজার মজার আয়োজন।

অনুষ্ঠান উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও নাট্যকার, প্রি-ক্যাডেট ইনস্টিটিউটের চেয়ারম্যান মো: শাহজাহান আলী এবং চিত্রশিল্পী ও প্রি-ক্যাডেট ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল আঁখিনূর রহমান ঝর্ণা। দ্বিতীয় ও শেষ দিন শিশুদের শিল্পের অনুপ্রেরণা জোগাতে প্রদর্শনীতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে থাকবেন বাংলাদেশে শিশুতোষ চিত্রকলার অন্যতম প্রবাদপুরুষ শিল্পী মোস্তফা মনোয়ার।

হ্যাপি ডট আর্ট এন্ড ক্রাফট স্কুলের প্রতিষ্ঠা ও প্রদর্শনী আয়োজনের পেছনে কাজ করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগে পড়ুয়া স্বপ্রণোদিত তরুণ নায়না তাবাসসুম, প্রিন্স আনোয়ার পারভেজ, গালিব ইনান ও শারমিন সুলতানা। প্রদর্শনী আয়োজনে সার্বিক তত্ত্বাবধান করছেন স্কুলের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা, জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী কমিশনার (অবসরপ্রাপ্ত) আলহাজ্ব নাসিরউদ্দিন আহমেদ।

বাংলাদেশ সময় : ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।