ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অপি, রিচি ও পূজার নাচে নারীর জয়গান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
অপি, রিচি ও পূজার নাচে নারীর জয়গান (বাঁ থেকে) রিচি সোলায়মান, অপি করিম ও পূজা সেনগুপ্ত

সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিত্বের বক্তব্য, পুরস্কারপ্রাপ্ত সফল নারীদের অনুভূতি আর সাংস্কৃতিক অনুষ্ঠান- এভাবেই হলো ‘আরটিভি জয়া আলোকিত নারী ২০১৬’-এর চতুর্থ আয়োজন। এমন একটি অনুষ্ঠানে মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যায় সফল নারীদের গল্প সরাসরি শুনতে পেরে ধন্য বোধ করেছেন অনেকে।

প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক আয়োজনেও প্রতিপাদ্য ছিলো ‘নারীর জয়গান’।       

পুরস্কারপ্রাপ্ত আটজন নারীর উপস্থিতিতে সন্ধ্যাটি হয়ে উঠেছিলো আলোকিত। বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির উদ্যোগে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের সাংস্কৃতিক আয়োজনটি ছিলো চোখে পড়ার মতো। বিশেষ করে অপি করিম, রিচি সোলায়মান ও পূজা সেনগুপ্তর নৃত্য পরিবেশনা নজর কেড়েছে সবার।

‘জাগো নারী জাগো বহ্ণিশিখা’ গানটিকে কেন্দ্র করে কোলাজ গানের নৃত্য নিয়ে মঞ্চে আসেন অপি করিম। ততোক্ষণে অনুষ্ঠানে দু’জন সফল নারীকে পুরস্কার দেওয়া হয়েছে। অনুষ্ঠানে নতুন মাত্রা ‍যুক্ত করে অপির নৃত্য। তার এই পরিবেশনায় মনেই হয়নি, দীর্ঘদিন ধরে তিনি নেই মঞ্চে! মাইক্রোফোন হাতে অনেক কথাই বলা যায় নারীর অধিকার নিয়ে। শুধু গানের কথা আর নাচের মুদ্রা দিয়ে সেটা প্রকাশ করা বেশ কষ্টকর। অপি সেই অসাধ্য কাজটাই সাধন করেছেন। প্রায় ১০ মিনিটের নৃত্য পরিবেশনায় অপিকে একটুও ক্লান্ত দেখায়নি। নৃত্যকোলাজটির কোরিওগ্রাফার ছিলেন ইভান শাহরিয়ার সোহাগ।

একই কোরিওগ্রাফারের নৃত্যকোলাজ নিয়ে মঞ্চে আসেন দুই প্রজন্মের দুই শিল্পী লায়লা হাসান ও রিচি সোলায়মান। তাদের নৃত্যের বিষয়ও ছিলো নারীর অধিকার ও জয়গান। অপির পরিবেশনা নিশ্চয়ই তারাও উপভোগ করেছেন! তাই তো, লায়লা-রিচির নাচে নতুন করে মুগ্ধ হলেন সবাই।  

লায়লা হাসান, অপি করিম ও রিচি সোলায়মানের পর মঞ্চে এলেন পূজা সেনগুপ্ত। প্রথম স্ত্রী নার্গিসকে লেখা কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত চিঠি অবলম্বনে নাচটি পরিবেশন করেন তিনি। সিলেটের ধামাইল নাচের আঙ্গিকে এর কোরিওগ্রাফি করা হয়। তার সঙ্গে পরিবেশনায় যোগ দেয় তুরঙ্গমীর শিল্পীরা।

অনুষ্ঠানে নাচের পাশাপাশি ছিলো সংগীত পরিবেশনা। মঞ্চে দেশের গানের পাশাপাশি আধুনিক গান শুনিয়েছেন কনক চাঁপা ও কনা। তাদের পরিবেশনার পাশাপাশি নাচে অংশ নেন বিভিন্ন বয়সী নৃত্যশিল্পীরা।   

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এবার আটজন আলোকিত নারীকে সম্মাননা দেওয়া হয়। তারা হলেন সংগীতশিল্পী রুনা লায়লা, চলচ্চিত্র অভিনেত্রী কোহিনূর আক্তার সুচন্দা, জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদ, সাহিত্যিক নাসরিন জাহান, নারী উদ্যোক্তা গোলাপ বানু, ক্রীড়াবিদ মাবিয়া আক্তার সীমান্ত ও মাহফুজা খাতুন শীলা।

বাংলাদেশ সময় : ০৮১০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।