ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ফেব্রুয়ারি মাসের নির্বাচিত চলচ্চিত্র

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
ফেব্রুয়ারি মাসের নির্বাচিত চলচ্চিত্র

বাংলাদেশের চলচ্চিত্রকারদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য এবং প্রামাণ্য চলচ্চিত্রের বছরব্যাপী প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উৎসবে ‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ আয়োজনে দশম মাস হিসেবে ফেব্রুয়ারির ৯টি ছবি নির্বাচন করেছেন জুরি সদস্যরা। এর মধ্যে আছে সাতটি স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র, একটি প্রামাণ্য চলচ্চিত্র ও একটি পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র।

উদ্বোধনী প্রদর্শনী হবে তিনটি স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্রের।

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে নির্বাচিত ছবিগুলোর প্রদর্শনী হবে রোববার (২৮ ফেব্রুয়ারি)। ¯^ল্পদৈর্ঘ্য কাহিনিচিত্রের মধ্যে বিকেল সাড়ে ৪টায় রয়েছে মো. গোলাম আহমেদ জিহাদের ‘ওভার ট্রাম্প’, আনোয়ার আনারের ‘আর কতোদূরে, শ্যামল শিশিরের ‘দর্পণ সমাচার’-এর উদ্বোধনী প্রদর্শনী, মোহাম্মদ নূরুজ্জামানের ‘যাত্রা, ইশতি কায়সারের ‘শো চলছে’, মাহমুদুল করিম মিল্টনের ‘বি পজেটিভ’, সামছুল ইসলাম ¯^পনের ‘দিদি’ এবং পলাশ রসূলের প্রামাণ্য চলচ্চিত্র ‘হেফাজতনামা’।

সন্ধ্যা ৭টায় থাকবে জাহিদুর রহিম অঞ্জনের কাহিনিচিত্র ‘মেঘমল্লার’। এ ছবির ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা পরিচালক হয়েছেন তিনি। এ ছাড়া মারজাইন হোসাইন শিশুশিল্পী হিসেবে বিশেষ পুরস্কার পেয়েছে। আর রতন পাল হয়েছেন সেরা শব্দগ্রাহক।

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথ আয়োজনে গত বছরের এপ্রিল মাসে শুরু হওয়া ‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ কার্যক্রম ইতিমধ্যে নয় মাস অতিক্রম করেছে। প্রতি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে চলচ্চিত্র জমা দিতে হয় এবং সেগুলোর মধ্য থেকে নির্বাচিত চলচ্চিত্রগুলো মাসের শেষ সপ্তাহে ন্যূনতম দর্শনীর বিনিময়ে প্রদর্শিত হয়। দর্শনীর টাকা দর্শকের উপস্থিতিতেই নির্মাতাদের হাতে তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময় : ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।