ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মমর নতুন ছবি ‘স্বপ্নবাড়ি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
মমর নতুন ছবি ‘স্বপ্নবাড়ি’ জাকিয়া বারী মম/ছবি: নূর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘দারুচিনি দ্বীপ’ আর ‘প্রেম করবো তোমার সাথে’ ছবি দুটিতে অভিনয় করলেও রূপালি পর্দায় মমর সেরা সাফল্য এসেছে ‘ছুঁয়ে দিলে মন’-এর মাধ্যমে। জনপ্রিয় এই অভিনেত্রী এরপর ‘মনের মতো’ চিত্রনাট্য পাননি বলে টেলিভিশনেই নিজেকে আটকে রেখেছিলেন।

অবশেষে তার অপেক্ষা ফুরোলো।

নতুন ছবি হাতে নিয়েছেন মম। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ‘স্বপ্নবাড়ি’ নামের ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে তার নায়ক আনিসুর রহমান মিলন। দু’জনে এর আগে টিভিতে অনেকবার জুটি হয়েছেন। ‘প্রেম করবো তোমার সাথে’ ছবিতেও মিলনের সঙ্গে দেখা গেছে মমকে।

‘স্বপ্নবাড়ি’র পরিচালক তানিম রহমান অংশু বলেন, ‘আনিসুর রহমান মিলন আগেই চুক্তিবদ্ধ ছিলেন। এবার পাওয়া গেলো মমকে। আমার সঙ্গে সবাই একমত হবেন যে, এ দু’জনই অভিনয়শিল্পী হিসেবে দুর্দান্ত। ’

অংশু আরও জানান, কয়েকটি রহস্যঘেরা চরিত্র থাকছে ছবিটিতে। এখনই গল্প বলতে চান না তিনি। আগামী আগস্টে শুরু হচ্ছে ‘স্বপ্নবাড়ি’র দৃশ্যধারণ।

এটি অংশুর পরিচালনায় হতে যাচ্ছে দ্বিতীয় ছবি। ছোটপর্দার জনপ্রিয় এই নির্মাতা প্রায় শেষ করেছেন তার প্রথম ছবি ‘আদি’র কাজ। এতে জুটি হয়েছেন এবিএম সুমন ও শায়লা সাবি।

* কলকাতার ১৯ প্রেক্ষাগৃহে ‘ছুঁয়ে দিলে মন’
* এক ছবিতেই বাজিমাত!
* শুধু একবারই দেখা হবে নায়ক-নায়িকার
* ‘স্যাটারডে নাইট’ ও মম
* মম এখন
* মম, মিনারা কিংবা কইতরী
* ছেলেদের হোস্টেলে মম
* সিনেমা হলে ঘুরে বেড়াচ্ছেন শুভ-মম
* সাড়া পেলে কাজ করবেন মম, না হলে টা-টা!
* শুভ-মমর মন ছুঁয়ে যাওয়ার গল্প
* ‘তোমার খাঁচায় বন্দি হতে চাই’
* পিএইচডি করছেন মম
* টেলিভিশন অঙ্গন কোনদিকে যাচ্ছে?
* ‘ছুঁয়ে দিলে মন’ ছবির গানের অ্যালবাম
* টিজারের পর আসছে 'ছুঁয়ে দিলে মন' ছবির গান
* বৈশাখে মন ছুঁয়ে যাবেন শুভ-মম
* মম এখন জারা হায়াত
* গানে গানে ‘প্রেম করবো তোমার সাথে’
* ঝামেলার মূলে যখন একটা ফ্রিজ!

বাংলাদেশ সময়: ০৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।