ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মোগলির দত্তক মা ফ্রিডা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
মোগলির দত্তক মা ফ্রিডা! ফ্রিডা পিন্টো

রূপালি পর্দায় ফিরে আসছে ছোটদের প্রিয় চরিত্র মোগলি। ‘জঙ্গল বুক অরিজিনস’ নামের ছবিটিতে তার দত্তক মায়ের ভূমিকায় অভিনয় করেছেন ফ্রিডা পিন্টো।

এজন্য তিনি বেশ উচ্ছ্বসিত।

রুডইয়ার্ড কিপলিংয়ের উপন্যাস অবলম্বনে অ্যাডেভঞ্চার ফ্যান্টাসি ধাঁচের ছবিটি পরিচালনা করেছেন অ্যান্ডি সার্কিস। বালু চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। তার সঙ্গে ‘রাইজ অব দ্য প্লানেট অব দ্য এপস’ ছবিতে দেখা গেছে ফ্রিডাকে। অবশ্য কম্পিউটার গ্রাফিক্সের কারসাজিতে অ্যান্ডির মুখ ও শারীরিক গড়নের জায়গা পর্দায় এসেছে শিম্পাঞ্জি।

ফ্রিডা বলেছেন, ‘ভারতে থাকাকালে ছোটবেলা থেকে বেড়ে ওঠার সময় দ্য জঙ্গল বুক পড়েছি। টিভিতে এই সিরিজ দেখেছি। এবার তৈরি হলো ছবি। এর অংশ হতে পেরে শৈশবের অনেক স্মৃতি মনে পড়ে গেছে। ’

‘স্লামডগ মিলিয়নিয়ার’খ্যাত ৩১ বছর বয়সী এই অভিনেত্রী আরও বলেন, ‘এটা এমন একটা ছবি, যেটাতে কাজ করে আমার মনে হয়েছে, সব বয়সী দর্শকের কাছে উপভোগ্য হবে। আমার বেশিরভাগ ছবিই শিশুদের জন্য তেমন উপযোগী নয়। শিশুরাও দেখতে পারে এমন একটি ছবিতে কাজ করতে পেরে তাই আমি খুব খুশি। ’

‘জঙ্গল বুক অরিজিনস’-এ মোগলি চরিত্রে অভিনয় করেছেন রোহান চাঁদ। ২০১১ সালে মুক্তি পাওয়া ‘জ্যাক অ্যান্ড জিল’-এ হলিউড তারকা অ্যাডাম স্যান্ডলারের দত্তক পুত্রের ভূমিকায় দেখা গেছে তাকে।

ফ্রিডা ও রোহানের পাশাপাশি নতুন ছবিটিতে আরও আছেন বেনেডিক্ট কাম্বারব্যাচ (শেরে খান), ক্রিশ্চিয়ান বেল (বাঘেরা) ও কেট ব্ল্যানচেট (কা), নাওমি হ্যারিস (নিশা)। এটি মুক্তি পাবে ২০১৭ সালের ৬ অক্টোবর।

এদিকে একই উপন্যাস অবলম্বনে জন ফ্যাভরিউ পরিচালনা করেছেন ‘দ্য জঙ্গল বুক’। এতে মোগলির ভূমিকায় আছে নীল সেথি। এ ছাড়া কণ্ঠ ‍দিয়েছেন স্কারলেট জোহানসন (কা), ইডরিস অ্যালবা (শেরে খান), বেন কিংসলে (বাঘিরা), লুপিটা এন’ইয়োঙ্গো (রক্ষা)। এটি মুক্ত পাবে আগামী ১৫ এপ্রিল।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।