ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তারেক মাসুদ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় সেরা ‘দ্য ডোর’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
তারেক মাসুদ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় সেরা ‘দ্য ডোর’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

একটি দরজা। তার ওপর ইংরেজিতে লেখা ‘জাস্টিস’।

সেই দরজায় একে একে কড়া নেড়ে যাচ্ছেন বিভিন্ন বয়সী ও বিভিন্ন শ্রেণীর মানুষ। কিন্তু দরজা খোলে না। তবে মন্দ মানুষরা জোরপূর্বক দরজা ঠেলে ঢুকে যেতে পেরেছে। শেষমেষ বিচার না পাওয়া মানুষগুলো একজোট হয়। অতঃপর খুলে যায় বিচারের দরজা।

এই গল্প নিয়ে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ডোর’। তারেক মাসুদ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় সেরা হয়েছে এটি। রোববার (১৩ মার্চ) রাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে পুরস্কারটি গ্রহণ করেন এর পরিচালক ইনজামামুল হক। তিনি পেয়েছেন ক্রেস্ট ও ২৫ হাজার টাকা।  তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের এই আয়োজনে এবারের স্লোগান ছিলো ‘ন্যায়বিচার আমার অধিকার’। ফলে ‘দ্য ডোর’-এর পুরস্কার পাওয়াটা যথাযথই মনে হচ্ছে।

সন্দীপ কুমার মিস্ত্রীর ‘ভাসান’ দ্বিতীয় এবং শরিফুল ইসলাম শামীমের ‘দ্য হ্যান্ডস অব রোজবাড’ হয়েছে তৃতীয়।  বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ, তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ক্যাথরিন মাসুদ, সমাজকর্মী খুশী কবির ও আইনজীবী সারা হোসেন। তাদের পাশাপাশি বক্তব্য রাখেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়েত হোসেন মামুন ও বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের সদস্য সগীর মুস্তাফা ও নির্মাতা প্রসূন রহমান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মুনিরা মোর্শেদ মুন্নী।

সেরা এবং দ্বিতীয় ও তৃতীয় ছবির নির্মাতারা প্রখ্যাত চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেলের বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের ৪১তম ব্যাচে বিনামূল্যে কোর্স করতে পারবেন। এ ছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির যৌথ আয়োজনে ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালায় কোনো ফি ছাড়া প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। বাকি সাত নির্মাতা বিশেষ ছাড়ে এসব কোর্সে অংশ নিতে পারবেন বলে অনুষ্ঠানে জানানো হয়।  

অনুষ্ঠানে শুরুতে দেখানো হয় নির্বাচিত ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। অন্যগুলো হলো শাহান মুহাম্মদ তামজীদ আশরাফের ‘স্বপ্নচুরি’, আহমেদ বুলবুলের ‘বোবা বিহঙ্গ’, স্পন্দন তরফদারের ‘দ্য ফার্স’, অমিত রুদ্রর ‘অন্য কোথাও...চল’, জাহিন ফারুক আমিনের ‘নন এক্সিসটেন্স মন আমোর’, সাইফুল্লাহ মাহমুদের ‘ইনভিজিবল লাইন’ ও সাদাত হোসেইনের ‘বেলি দি: ক্লিঞ্জার অব আওয়ার রাস্টেড সোল’।

প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করেছে ব্লাস্ট ও জামিল-সারওয়ার ট্রাস্ট। সহযোগিতা করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী, ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি, চিলড্রেন ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ ফিল্ম সোসাইটি।

এবার ছিলো তারেক মাসুদ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার তৃতীয় আসর। এতে সারাদেশের ১৬ থেকে ২৫ বছর বয়সী চলচ্চিত্র নির্মাতারা অংশ নেন।  

বাংলাদেশ সময় : ২৩০৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।