ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শাবনূরের পর ভাবনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
শাবনূরের পর ভাবনা (বাঁ থেকে) ‘বাঙলা’ ছবিতে শাবনূর ও ‘ওঙ্কার’ নাটকে ভাবনা

আহমেদ ছফার ‘ওঙ্কার’ উপন্যাস অবলম্বনে শহীদুল ইসলাম খোকন পরিচালনা করেছিলেন ‘বাঙলা’ ছবিটি। এতে বোবা বউ চরিত্রে অনবদ্য অভিনয় করেন চিত্রনায়িকা শাবনূর।

এবার ছোট পর্দার জন্য তৈরি হলো ‘ওঙ্কার’। এতে বোবা বউয়ের ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী ভাবনাকে।

গল্পের সময়কাল ১৯৬৯। সারাদেশের মতো ঢাকার অলিগলি, রাজপথ মিছিলে মিছিলে প্রকম্পিত। এককালের তালুকদার বংশের উত্তর পুরুষ সরকারি অফিসের চাকুরে আবুল কালামের (ইন্তেখাব দিনার) মামলাবাজ বাবার সম্পত্তি নিলামে উঠলে তা কিনে নেয় তার বাবারই পরামর্শদাতা আবু নসর মোক্তার (নরেশ ভূঁইয়া)। ঘরবাড়ি ফিরে পাওয়ার শর্তে মায়ের (শিল্পী সরকার অপু) অনুরোধে আবু নসরের বোবা মেয়ে পারুলকে (ভাবনা) বিয়ে করে আবুল কালাম। বালিকা ননদকে হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে দেখলে পারুলও ঠোঁট নাড়ায়, আবার মিছিলের শব্দ শুনলেও বারান্দায় দৌড়ে যায়। হাত উচিয়ে স্লোগান দিতে চায়। এ নিয়ে বিব্রত স্বামী। কালাম ভেবে পায় না, বাংলা ভাষা, বাংলা গানের প্রতি পারুলের বিশেষ প্রেম নাকি শোষিত বাঙালির প্রতিবাদের আওয়াজ জানাতে চায় পারুল তার কণ্ঠ দিয়ে।

একদিন অনেক বড় মিছিল যায় রাস্তা দিয়ে, পারুল দৌড়ে আসে বারান্দায়। সর্বশক্তি দিয়ে পারুলও স্লোগান দেওয়ার চেষ্টা করে। একসময় প্রাণপণ চেষ্টায় তার প্রাণের ভাষা বাংলা শব্দটি বেরিয়ে আসে। প্রচন্ড জোরে চেষ্টা করার কারণে তার কণ্ঠনালী ছিঁড়ে যায়। পারুলের মুখ দিয়ে রক্ত বের হয়। রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয় বাংলা।

নাটকটির দৃশ্যধারণ হয়েছে রাজধানীর উত্তরার লাবনী-৪ ও খামার খতিব বাড়িতে। এতে আরও অভিনয় করেছেন খলিলুর রহমান কাদেরী, সুহৃদ জাহাঙ্গীর, এষা, এসএম সাইফুল ও একটি বিশেষ চরিত্রে অভিনয় করেন আহমদ ছফার ভ্রাতুস্পুত্র নুরুল আনোয়ার। নাটকটি প্রসঙ্গে আহমদ ছফার সমস্ত লেখার এই স্বত্ত্বাধিকারী জানান, প্রয়াত লেখকের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করে তোলার জন্য আহমদ ছফার গল্প উপন্যাস বারবার চিত্রায়ান হওয়া দরকার।

‘ওঙ্কার’ নাটকের নাট্যচিত্ররূপ দিয়েছেন শৌর্য দীপ্ত সূর্য। যৌথভাবে পরিচালনা করেছেন হাসান শিকদার ও শৌর্য দীপ্ত সূর্য। আগামী ১৮ মার্চ রাত ৯টায় এনটিভিতে প্রচার হবে নাটকটি।
 
বাংলাদেশ সময় : ২০২৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।