ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি

আরএফএল প্লাস্টিকস নিবেদিত ফ্যামিলি গেম শো ‘শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি’ শুরু হচ্ছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায়। ১৮ মার্চ থেকে অনুষ্ঠানটি প্রচার হবে প্রতি শুক্র ও শনিবার রাত ৮টা ৪৫ মিনিটে।

উপস্থাপনায় শান্তা জাহান।

পিআর প্রোডাকশনের নির্মিত এ রিয়েলিটি শোর প্রতি পর্বে অংশ নিচ্ছেন একজন বর ও কনে। নিজ নিজ পক্ষের শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে লড়বেন এ প্রতিযোগিতায়। ঘণ্টাব্যাপী চার পর্বের এ অনুষ্ঠানে থাকছে বুদ্ধির খেলা, কৌশলী কাজসহ বিভিন্ন প্রতিযোগিতা।

প্রতি পর্বে বর ও কনের সঙ্গে বিশেষ একটি খেলায় অংশগ্রহণ করবেন একজন তারকা। প্রতি পর্বের বিজয়ী দলের জন্য থাকছে উপহার।

অনুষ্ঠানটির প্রিমিয়ার শো উপলক্ষে রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে ছিলেন পিআর প্রোডাকশনের প্রধান মাসুদুজ্জামান, এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা নওয়াজীশ আলী খান ও গেম শো পরিকল্পনাকারী তানভীর হোসেন প্রবাল।

অনুষ্ঠানে আরএফএল-এর পরিচালক আর এন পাল জানান, ‘শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি’ হলো ভিন্ন আঙ্গিকে বিনোদনধর্মী একটি ফ্যামিলি গেম শো। এর পাওয়ার্ড বাই থাকছে আরএফএল-এর পানি বিশুদ্ধকরণ উপকরণ ‘ড্রিঙ্কইট’। তিনি বলেন, ‘চিরায়ত বাংলার দু’পরিবারের বিবাহবন্ধন ও এর আনন্দকে নতুন প্রজন্মের কাছে বিনোদন আঙ্গিকে উপস্থাপন ও দু’পরিবারের বন্ধনকে আরো আনন্দময় করে তোলাই এই গেম শো’র মূল লক্ষ্য। ’

বাংলাদেশ সময় : ০১০৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।