ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ফ্রিডার যে ছবির চিত্রনাট্য ছিলো না

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
ফ্রিডার যে ছবির চিত্রনাট্য ছিলো না

সংলাপ মুখস্থ করবেন কি, চিত্রনাট্যই তো নেই! হলিউড অভিনেত্রী ফ্রিডা পিন্টোর এমন অভিজ্ঞতা হলো প্রথম। কান উৎসবে স্বর্ণপাম জয়ী ছবির পরিচালক টেরেন্স ম্যালিকের ‘নাইট অব কাপস’-এ চিত্রনাট্য ছাড়াই অভিনয় করলেন তিনি।

তার সহশিল্পী হলিউড তারকা ক্রিশ্চিয়ান বেল।

চিত্রনাট্য না থাকার পরও অবশ্য তেমন অসুবিধা হচ্ছিলো না ফ্রিডার। তার দাবি, নিজের সপ্রতিভ কাজ এতে ব্যাহত হয়নি। চিত্রনাট্য ছাড়া অভিনয়ের ব্যাপারে ‘স্লামডগ মিলিয়নিয়ার’খ্যাত এই তারকার ভয়ডর নেই। বরং এতে উল্টো লাভ! শুরুতে স্নায়ুচাপের মনে হলেও চিত্রনাট্য না থাকলে নাকি স্বাচ্ছন্দ্য আর স্বাধীনতা পাওয়া যায়।

এ প্রসঙ্গে ফ্রিডা বলেন, ‘এ ছবির কোনো চিত্রনাট্য ছিলো না। টেরেন্স ম্যালিক এর আগেও ঠিক একই ফর্ম্যাটে অনেক ছবিতে কাজ করেছেন। যদি আপনি টেরেন্সের কাজ দেখে থাকলে বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় কী থাকবে তার ছবিতে। ’

লস অ্যাঞ্জেলেস থেকে টেলিফোনে বার্তা সংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে যোগ করে ৩১ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘এটা অন্যরকম অভিজ্ঞতা। চিত্রনাট্য নেই এমন কিছু করা নিয়ে আমার তেমন একটা ভয় লাগেনি। ’

চিত্রনাট্য ছাড়া কাজ করাটা কি চ্যালেঞ্জিং? এ প্রশ্নের উত্তরে ফ্রিডা বললেন, ‘প্রথম দিন একটু স্নায়ুচাপে ছিলাম। কারণ কোথায় যেতে হবে জানতাম না। তবে একবার যদি তা বুঝে ফেলা যায়, তাহলে কোনো ব্যাপারই না। এটা বরং খুব স্বাচ্ছন্দ্যময়। এতে আনন্দ ও স্বাধীনতা আছে। এ এমন এক অভিজ্ঞতা, যেটাকে আমি পুরোপুরি আঁকড়ে ধরেছি। ’

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ‘নাইট অব কাপস’। এর গল্প হলিউডে লেখক রিকের জীবনযাপনকে ঘিরে। ছয়জন নারীর সঙ্গে পরিচয় হয় তার। রিককে তার পথচলায় সহযোগিতা করে ওই নারীরা। তাদেরই একজন ফ্রিডা। এ ছাড়া আছেন কেট ব্ল্যানচেট, নাটালি পোর্টম্যান ও অ্যান্টোনিও ব্যান্ডেরাস।   

টেরেন্সে ম্যালিকের সঙ্গে কাজ করাটা পুরোপুরি চমৎকার অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন ফ্রিডা। তার ভাষ্য, ‘প্রথমত এটি টেরেন্স ম্যালিকের ছবি। এটি একটি বিশেষ অভিজ্ঞতা। কেট ব্ল্যানচেট ও নাটালি পোর্টম্যানের সঙ্গে আমার কোনো দৃশ্য নেই। ’

ফ্রিডা এখন ‘জঙ্গল বুক: অরিজিন্স’-এ মোগলির দত্তক মায়ের ভূমিকায় কণ্ঠ দেওয়ার কাজ করছেন। অ্যানিমেটেড ছবিটি মুক্তি পাবে ২০১৭ সালে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।