ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভারত-পাকিস্তান ম্যাচে অমিতাভের খরচ ৩০ লাখ রুপি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
ভারত-পাকিস্তান ম্যাচে অমিতাভের খরচ ৩০ লাখ রুপি!

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন পর্বে ভারত-পাকিস্তান ম্যাচে নিজ দেশের জাতীয় সংগীত গাওয়ার জন্য কোনো সম্মানী নেননি কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। রোববার (২০ মার্চ) ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা খবরটি নিশ্চিত করেছেন।

গত ১৯ মার্চ রাতে কলকাতার ইডেন্স গার্ডেনসে হাইভোল্টেজ ম্যাচটিতে পাকিস্তানকে ছয় উইকেটে হারায় ভারত। ওইদিনের খেলায় নিজের উপস্থিতি ও জাতীয় সংগীত গাওয়ার জন্য চার কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বিগ বি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়লে অনেক ভক্ত হতাশ হন। তারা অমিতাভের দেশপ্রেম নিয়েও প্রশ্ন তোলেন।

কিন্তু সিএবি এটাকে নিতান্তই গুজব বলে অস্বীকার করেছে। এক কানাকড়ি তো নেনইনি, উল্টো মুম্বাই থেকে আসা-যাওয়ার উড়োজাহাজ ভাড়া এবং হোটেলের বিলও তিনি নিজেই মিটিয়েছেন। সব মিলিয়ে তার খরচ হয়েছে ৩০ লাখ রুপি।

ম্যাচ পূর্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অমিতাভ। তখন তার পাশে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা মুখোপাধ্যায়, ভারতের সাবেক দুই ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও সিএবি’র প্রধান সৌরভ গাঙ্গুলী।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।