ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ইতির পাশে সংগীতশিল্পীরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
ইতির পাশে সংগীতশিল্পীরা রুমানা আক্তার ইতি

তরুণ প্রজন্মের প্রতিশ্রুতিশীল সংগীতশিল্পী রুমানা আক্তার ইতি হাসপাতালে শয্যাশায়ী। সপ্তাহখানেক ধরে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি।

অর্থের অভাবে তার চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এ অবস্থায় পাশে দাঁড়িয়েছেন সংগীতশিল্পীরা। শিল্পীদের একাংশের সংগঠন দ্য রিপাবলিক অব ইয়াং মিউজিশিয়ানস বাংলাদেশ (আরওয়াইএমবি) ইতির জন্য চিকিৎসা তহবিল সংগ্রহে মাঠে নেমেছে।  

সংগঠনের সদস্য ও কণ্ঠশিল্পী সাব্বির জামান বাংলানিউজকে জানান, সংগীতশিল্পী কোনাল, মুহিন ও আমার নেতৃত্বে চিকিৎসা তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। তাদের বিশ্বাস, সবার সহযোগিতায় আবার সু্স্থ হয়ে গানের জগতে ফিরে আসবেন ইতি।

ইতি লিভারে রক্তক্ষরণজনিত রোগে রাজধানীর পান্থপথের গ্যাস্ট্রোলজি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে একটি ছোট্ট অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছে। কিন্তু তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। এদিকে অর্থের অভাবে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে সাধারণ কেবিনে রাখতে বাধ্য হয়েছে পরিবার।

পারিবারিক সূত্রে জানা যায়, ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতা থেকে পরিচিতি পাওয়া মেধাবী এই গায়িকার চিকিৎসা বেশ ব্যয়বহুল। গানপ্রিয় মানুষের ভালোবাসায় ইতি নতুন জীবন ফিরে পাবেন বলে তাদের আশায় বুক বেঁধেছেন।

অন্যদিকে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ও হাবিব ওয়াহিদ ইতির সাহায্যার্থে ফেসবুকে প্রচার চালাচ্ছেন। আসিফ সোমবার (২১ মার্চ) তার স্ট্যাটাসে লিখেছেন, ‘তরুণরা নেতৃত্ব নিয়ে দায়িত্ব পালন করেছে, সতীর্থ শিল্পীর পাশে এসে দাঁড়িয়েছে, প্রবীণ শিল্পীরাও সহযোগিতার হাত বাড়িয়েছেন একযোগে। সবার মনে ইতিকে নিজেদের মধ্যে সুস্থভাবে ফিরিয়ে আনার দৃঢ় প্রত্যয়। ’

* ইতি আর গাইবে না!

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।