ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মিশু ও তৌসিফকে নিয়ে সালমানের গুটিবাজি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
মিশু ও তৌসিফকে নিয়ে সালমানের গুটিবাজি! মিশু সাব্বির, সালমান মুক্তাদির ও তাওসীফ মাহবুব

চলমান আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলের দুই খেলোয়াড় ছিটকে পড়েছেন। এ ঘটনায় আইসিসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন টাইগার সমর্থকরা।

সাধারণ মানুষ থেকে শুরু করে প্রতিবাদ জানাচ্ছেন বিনোদন অঙ্গনের শিল্পীরাও।

জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ ও আরাফাত সানিকে নিষিদ্ধ করার ঘটনায় প্রতিবাদী ভিডিও প্রকাশ করেছেন এ সময়ের জনপ্রিয় তিন অভিনয়শিল্পী। তারা হলেন মিশু সাব্বির, তৌসিফ মাহবুব ও সালমান মুক্তাদির।

হাস্যরসাত্মক ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল। এতে দেখা যায় বাংলাদেশ ক্রিকেট দলকে দমিয়ে রাখার ‘গুটিবাজি’ করে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। এতে ইন্ধন যোগাচ্ছে ভারত ও পাকিস্তান। ভিডিওতে আইসিসি, ভারত ও পাকিস্তানের প্রতিনিধিত্ব করছেন যথাক্রমে সালমান মুক্তাদির, তৌসিফ মাহবুব ও মিশু সাব্বির।

মিশু সাব্বির জানান, এ ভিডিওর পরিকল্পনা তারই। সংলাপ লিখেছেন তারা তিনজন মিলে। আইফোন ৬এস+ ক্যামেরায় ধারণ করা হয়েছে ভিডিওচিত্রটি। চিত্রগ্রাহক ছিলেন সৈয়দ জামান শাওন।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।