ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঢাকায় এসে রুনার বাসায় গুলজার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
ঢাকায় এসে রুনার বাসায় গুলজার গুলজার ও রুনা লায়লা

ভারতের প্রখ্যাত কবি, গীতিকার, চলচ্চিত্র পরিচালক গুলজার এখন ঢাকায়। তার সঙ্গে এসেছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী কিশোর কুমারের পুত্র অমিত কুমার।

দু’জনকেই নেমন্তন্ন করেছিলেন বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে রুনার বাসায় বেড়াতে যান গুলজার ও অমিত কুমার। তারা আড্ডা দিয়েছেন, রাতের খাবারও খেয়েছেন একসঙ্গে। রুনাকে রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর নিজের লেখা বই উপহার দিয়েছেন গুলজার।  

আড্ডায় আরও ছিলেন রুনার স্বামী অভিনেতা আলমগীর, আলমগীরের কন্যা আঁখি আলমগীর, ভারতের প্রখ্যাত নাট্য নির্দেশক সেলিম আরিফ. কনসার্ট আয়োজন তোচন ঘোষ ও বনি ঘোষ।

রুনা ফেসবুকে লিখেছেন, ‘গুলজার সাহেব ও অমিত কুমারজির সম্মানে নৈশভোজের আয়োজন করেছিলাম। বই উপহার পেলাম। এটা অনেক সম্মানের। ’

সুচিত্রা সেন অভিনীত হিন্দি ছবি ‘আন্ধি’ ও শর্মিলা ঠাকুরের ‘মৌসম’ ছবির পরিচালক গুলজার। তবে তার বড় পরিচয় গীতিকার। ১৯৬৩ সালে ‘বন্দিনী’র মাধ্যমে গীতিকার হিসেবে কাজ শুরু করেন। এরপর রাহুল দেব বর্মণ, সলিল চৌধুরী, বিশাল ভরদ্বাজ ও এ.আর. রহমানের মতো অসংখ্য সংগীত পরিচালক তার লেখা গান শুরু করেছেন। এখনও দাপটের সঙ্গে কাজ করছেন তিনি। ভারতের তৃতীয় বেসামরিক সম্মাননা পদ্মভূষণ, সাহিত্য আকাদেমি অ্যাওয়ার্ড, সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ২০টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, একটি অস্কার, একটি গ্র্যামি ও ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড- সবই পেয়েছেন গুলজার।

জানা গেছে, শুক্রবার (২৫ মার্চ) রাত ৮টায় রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে লেইজার বাংলাদেশের একটি অনুষ্ঠানে গুলজার আবৃত্তি করবেন, অমিত কুমার গাইবেন।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।