ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

টিজারে তারকা নেই, চমক ‘জুলফিকার’-এ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
টিজারে তারকা নেই, চমক ‘জুলফিকার’-এ

‘কাপুরুষ মৃত্যুর আগে মরে বহুবার, কিন্তু বীর কখনও মরে না। শেক্সপিয়ার বলেছেন, ভয়ই হলো এক অদ্ভূত ধরনের মৃত্যু।

আর বুদ্ধিমানেরা জানে মৃত্যু অনিবার্য’- ভয়েস ওভারে এমন সংলাপ নিয়ে উন্মুক্ত হলো টালিউডের প্রতীক্ষিত ছবি ‘জুলফিকার’-এর টিজার।
 
সৃজিত মুখার্জী নির্মিত ‘জুলফিকার’-এ অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পীরা। মজার ব্যাপার হচ্ছে, এক মিনিট ১৪ সেকেন্ড ব্যাপ্তির টিজারটিতে নেই তাদের উপস্থিতি। কিন্তু তাই বলে চমক ও বড় আয়োজনের কমতি নেই।

‘রাজকাহিনী’র রেশ কাটতে না কাটতেই আরও একটি তারকাবহুল ছবি শুরু করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৃজিত। উইলিয়াম শেক্সপিয়র দুটি কালজয়ী নাটক ‘জুলিয়াস সিজার’ ও ‘অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা’কে একই গল্পকাঠামোতে তুলে এনেছেন তিনি। আর বড়পর্দায় কাহিনির পরিপূর্ণতা দেবেন প্রসেনজিৎ, দেব, যীশু সেনগুপ্ত, অঙ্কুশ হাজরা, পাওলি দাম, জুন মালিহা, নুসরাত জাহান প্রমুখ তারকাশিল্পীরা।

ছবিটি প্রযোজনা করেছে ভেঙ্কটেশ ফিল্মস। বলা হচ্ছে, এটি টালিগঞ্জে ২০১৬ সালের সবচেয়ে বড় বাজেটের ছবি।
২৫ মার্চ ‘জুলফিকার’ এর অফিসিয়াল টিজার প্রকাশ হলো ইউটিউবে। এখন পর্যন্ত এটি উপভোগ করেছেন প্রায় পাঁচ হাজার দর্শক। আগামী অক্টোবরে দুর্গাপূজায় মুক্তি পাবে ‘জুলফিকার’।

সৃজিত ‘অটোগ্রাফ’-এর মাধ্যমে ২০১০ সালে চলচ্চিত্রে আসেন। এর পর ‘বাইশে শ্রাবণ’, ‘হেমলক সোসাইটি’,  ‘মিশর রহস্য’, ‘জাতিস্মর’, ‘চতুষ্কোণ’, ‘নির্বাক’ ও ‘রাজকাহিনী’ তৈরি করে আলোচনায় আসেন তিনি।

* ‘জুলফিকার’ ছবির টিজার:
http://["data":"https://www.youtube.com/watch?feature=player_embedded&v=_-4B5NrN4hw","src":"https://www.youtube.com/watch?feature=player_embedded&v=_-4B5NrN4hw"]

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
জেএম/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।