ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘প্রাণের খেলা’য় ইফফাত আরা দেওয়ান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
‘প্রাণের খেলা’য় ইফফাত আরা দেওয়ান

উনিশ শতকের শেষার্ধে বাংলা গানে বিপ্লব সাধিত হয় পাঁচজন গীতিকার ও গায়কের আবির্ভাবে। তারা পঞ্চভাস্কর নামে সুপরিচিত।

তাদের অবদানে বাংলা গানে নতুন প্রাণ সঞ্চারিত হয়। তারা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১), দ্বিজেন্দ্রলাল রায় (১৮৬৩-১৯১৩), রজনীকান্ত সেন (১৮৬৫-১৯১০), অতুলপ্রসাদ সেন (১৮৭১-১৯৩৪) ও কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬)। তাঁরা ও তাঁদের সময়ের গীতিকারের বৈচিত্রময় জীবন অনুষঙ্গী গানের সম্ভার, বাঙালির মানসগঠন ও জীবন ভাবনায় উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে ওঠে।

এই পাঁচ কবির পুরাতনী বাংলা গান গেয়ে শোনাবেন শিল্পী ইফফাত আরা দেওয়ান। বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত নিয়মিত গানের আসর ‘প্রাণের খেলা’য় আগামী ৩১ মার্চ সন্ধ্যা ৭টায় থাকছে তার পরিবেশনা। সঙ্গে থাকবেন কক্সবাজারের শিল্পী মফিজুর রহমান।

বেঙ্গল ফাউন্ডেশনের ঊর্ধ্বতন ব্যবস্থাপক (সংগীত বিভাগ) জাহিদুল হক জানান, ‘প্রাণের খেলা’ অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। ঠিকানা : বেঙ্গল শিল্পালয়, বাড়ি ৪২, সড়ক ২৭ (পুরাতন), শেখ কামাল সরণি, ধানমণ্ডি, ঢাকা।

ইফফাত আরা দেওয়ান বিশিষ্ট রবীন্দ্র গবেষক ওয়াহিদুল হক ও ড. সনজিদা খাতুনের কাছে ঢাকার ছায়ানট থেকে পাঁচ বছর মেয়াদী সংগীত কোর্সে প্রাথমিক প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি রবীন্দ্রসংগীতসহ আরও ঐতিহ্যবাহী বাংলা গানে বিশেষজ্ঞ হয়ে ওঠেন। এর মধ্যে রয়েছে গত শতাব্দীর দ্বিতীয় দশকের আঙুরবালা, ইন্দুবালা ও নিধুবাবুর মত জনপ্রিয় শিল্পীদের গাওয়া পুরনো দিনের বাংলা গান, চল্লিশ দশকের সন্তোষ সেনগুপ্ত, সরলা দেবী, কানন দেবী, দিলীপ কুমারসহ অন্যান্য শিল্পীদের গাওয়া মনোহর গান, পঞ্চাশ ও ষাটের দশকে গাওয়া হেমন্ত মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায় প্রমুখ শিল্পীদের গান। এ ছাড়াও রয়েছে কাজী নজরুল ইসলামের গানসহ অতুলপ্রসাদ সেন, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায়ের গান।

বর্তমানে ইফফাত আরা দেওয়ান ছায়ানটের নির্বাহী কমিটির একজন সম্মানিত সদস্য। দেশ-বিদেশে তিনি প্রচুর অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন। ভারতের কলকাতা, শান্তিনিকেতন, দিল্লি ও মুম্বাই ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড, কানাডা ও বেলজিয়ামে গান গেয়েছেন।

১৯৬৮ সাল থেকে বাংলাদেশ টেলিভিশন ও বেতারে নিয়মিত শিল্পী হিসাবে গান গেয়ে আসছেন ইফফাত আরা দেওয়ান। ২০০৭ সালে তিনি শিল্পকলা একাডেমি পদক পান। গত কয়েক দশকে তার গাওয়া বেশকিছু জনপ্রিয় গানের অ্যালবাম সংগীতপ্রেমী ও বোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছে।    

বাংলাদেশ সময় : ২১৪০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।