ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঢাকায় পার্বত্য সংস্কৃতি মেলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
ঢাকায় পার্বত্য সংস্কৃতি মেলা

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাসরত ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী সংস্কৃতি সংরক্ষণ, উন্নয়ন, বিকাশ ও প্রসারের লক্ষ্যে ‘দেশজ সংস্কৃতির বিকাশ’ শীর্ষক তিন দিনের পার্বত্য সংস্কৃতি মেলার আয়োজন করা হয়েছে। রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে এটি হবে।

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় বৃহস্পতিবার (৩১ মার্চ) পার্বত্য সংস্কৃতি মেলা উদ্বোধন করবেন প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি থাকবেন পার্বত্য রাঙামাটির সংসদ সদস্য শ্রী ঊষাতন চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সান্তনা চাকমা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। স্বাগত বক্তব্য রাখবেন রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক রুনেল চাকমা।

উদ্বোধনী শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ব্যবহার্য ঐতিহ্যবাহী সামগ্রীর স্টল, আলোকচিত্র, বেইন ও হস্তশিল্প বুনন প্রদর্শনী পরিদর্শন করবেন অতিথিরা। সন্ধ্যায় রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার শিল্পীরা অংশ নেবেন সাংস্কৃতিক পরিবেশনায়। ১ ও ২ এপ্রিল অনুষ্ঠান শুরু হবে বিকেল ৩টায়, চলবে রাত ৯টা পর্যন্ত।

বাংলাদেশ সময় : ২২২৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।