ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

৩ এপ্রিল জ্যামাইকায় থাকবেন ৩০ তারকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৬
৩ এপ্রিল জ্যামাইকায় থাকবেন ৩০ তারকা (বাঁ থেকে) পার্থ বড়ুয়া, মিম, বাপ্পা মজুমদার ও মাহি- ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশের চলচ্চিত্র, নাট্য জগত এবং কণ্ঠশিল্পীদের অংশগ্রহণে আমেরিকার সবচেয়ে বড় অনুষ্ঠান বলা হয় ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসকে। এ আয়োজনে যোগ দেবেন পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, আনিসুর রহমান মিলন, হোমায়রা হিমু, জান্নাতুল পিয়া, সজল, সাজু খাদেম, বিদ্যা সিনহা সাহা মিম, বাঁধন, সুজানা জাফর, পড়শি, মাহি, ভাবনা- সংগীত, নাটক ও চলচ্চিত্রের এই শিল্পীরা।

আগামী ৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের জ্যামাইকার ইয়র্ক কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দিতে অনেকেই দেশ ছেড়েছেন। সব মিলিয়ে মোট ৩০ জনের উপস্থিতি আশা করছেন আয়োজকরা।

এবার ঢালিউডের ১৫তম আসরে নিয়ে শোটাইম মিউজিক অ্যান্ড শোর  প্রেসিডেন্ট আলমগীর খান আলম জানিয়েছেন, স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার প্রদান। অনুষ্ঠানে সংস্কৃতির বিভিন্ন শাখায় অবদানের জন্য তারকাশিল্পীদের হাতে তুলে দেওয়া হবে সম্মাননা।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৬
এসও/জেএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।