ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এমরান হাশমিকে ক্রিকেট শেখালেন আজহারউদ্দিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
এমরান হাশমিকে ক্রিকেট শেখালেন আজহারউদ্দিন

ভারতের কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনের চালচলন স্বতন্ত্র। এই চলাফেরার ভঙ্গি আর শরীরী ভাষা কারও সঙ্গে মেলে না।

তাই তার ভূমিকায় অভিনয়ের জন্য ব্যাপক প্রশিক্ষণ নিয়েছেন বলিউড অভিনেতা এমরান হাশমি। তাকে প্রশিক্ষণ দিয়েছেন স্বয়ং আজহার।

খেলোয়াড়ি জীবনে মাঠে নামার পর কীভাবে ব্যাট করতেন, ব্যক্তিজীবনে কীভাবে চলাফেরা করেন, এসব খুঁটিনাটি বিষয়ে এমরানকে দুই মাস হাতেকলমে প্রশিক্ষণ দিয়েছেন আজহার। গত ৩০ মার্চ ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওতে তাদের অনুশীলন দেখা যাচ্ছে।

এমরান বলেছেন, ‘আজহারউদ্দিনকে সামনে থেকে পর্যবেক্ষণের পাশাপাশি তার প্রতিটি খেলার ভিডিও ফুটেজ দেখেছি। ’ যোগ করে ৩৭ বছর বয়সী এই তারকা বলেন, ‘সব বিষয়েই তার পরামর্শ ছিলো পরিষ্কার। অনুশীলনে আমার খারাপ যেন না লাগে তাই অতিরিক্ত চাপ দিতেন না। তিনি আমাকে শিখতে দিয়েছেন, এভাবেই আমার খেলাটা বের হয়ে এসেছে। দিনে দিনে উন্নতিও করেছি। ’

আজহারউদ্দিনের চরিত্রে অভিনয় করা অনেক বড় দায়িত্ব মনে করছেন এমরান। এ প্রসঙ্গে তার কথা, ‘শুরু থেকে আজহারের জীবনের দিকে মানুষের নজর। আশি ও নব্বই দশকে ক্রিকেটে তুমুল সাফল্য অর্জন করেছিলেন তিনি। এমন একজনের বিরুদ্ধে ম্যাচ পাতানোর বিতর্ক গোটা জাতিকে নাড়া দিয়েছে। তাই তার চরিত্রে কাজ করা অনেক বড় দায়িত্ব ছিলো। ’


এদিকে এমরানকে নিয়ে আজহার বলেছেন, ‘ও খুব ধৈর্যশীল আর ভালো শিক্ষার্থী। খুব কম মানুষই দ্রুত শিখতে পারে ওর মতো। কারণ শেখার মানসিকতা আছে ওর মধ্যে। ’

এদিকে বহুল প্রতীক্ষিত ছবিটির ট্রেলার প্রকাশিত হয়েছে। শুরুতেই অভিনেত্রী লারা দত্তের সংলাপে বলা হয়েছে, টাকার বিনিময়ে ম্যাচ পাতানোর সঙ্গে যুক্ত ছিলেন আজহারউদ্দিন। তার জীবনের উত্থান-পতন, ভালোবাসা পাওয়া ও ঘৃণিত হওয়া- সবই উঠে এসেছে ২ মিনিটেরও বেশি ব্যাপ্তির ট্রেলারে।

ক্রিকেট, ধর্ম, ভালোবাসা- এই বার্তা রয়েছে ছবিতে। আজহারকে বলা হচ্ছে একই সঙ্গে ভারতের সবচেয়ে সফল ও সবচেয়ে বিতর্কিত অধিনায়ক। ম্যাচ পাতানোর বিতর্কে তার ক্যারিয়ার ধুলিস্যাৎ হয়েছে। সিবিআই তদন্ত করার পর আইসিসি ও বিসিসআই তাকে আজীবন নিষিদ্ধ করে।

একসময়ের মডেল-অভিনেত্রী সঙ্গীতা বিজলানির সঙ্গে আজহারের সম্পর্কের দিকটিও বাদ যায়নি ছবিতে। প্রথম স্ত্রী নওরীনকে তালাক দিয়ে ১৯৯৬ সালে সঙ্গীতাকে বিয়ে করেন আজহার। ২০১০ সালে তারা আলাদা হয়ে যান। নওরীন চরিত্রে প্রাচী দেশাই আর সঙ্গীতার ভূমিকায় আছেন নার্গিস ফাখরি।

ট্রেলারের আগে প্রকাশিত হয় ছবিটির মোশন পোস্টার। এতে দেখা যায়, ড্রেসিং রুমে নিজের দলের খেলোয়াড়দের (নয়ন মঙ্গিয়া, অজয় জাদেজা, অনিল কুম্বলে, নভজোত সিং সিধু, মনোজ প্রভাকর, বিনোদ কাম্বলি) জার্সির সামনে ব্যাট হাতে একা বসে আছেন আজহার। সামনে ব্যাগভর্তি নগদ টাকা।

ছবিটির ট্যাগলাইন হলো- ‘তাকে ভালোবাসু, তাকে ঘৃণা করুন, তাকে বিচার করুন। ’ একতা কাপুরের বালাজি মোশন পিকচার্সের প্রযোজনায় টনি ডি’সুজা পরিচালিত ‘আজহার’ মুক্তি পাবে আগামী ১৩ মে। এতে প্রাক্তন ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার এবং ভারতের কোচ রবি শাস্ত্রীর ভূমিকায় আছেন ‘বিগ বস’-এর অষ্টম আসর বিজয়ী গৌতম গুলাতি।

এদিকে এমরান হাশমির লেখা বইয়ের প্রশংসা করলেন বলিউড সুপারস্টার সালমান খান। গত ৩১ মার্চ তিনি টুইটারে লিখেছেন, ‘কী চমৎকার!’ পুত্র আয়ান হাশমির ক্যান্সারের সঙ্গে লড়াই করার গল্প নিয়ে ‘দ্য কিস অব লাইফ: হাউ অ্যা সুপারহিরো অ্যান্ড মাই সান ডিফিটেড ক্যান্সার’ নামের বইটি লিখেছেন এমরান।

* এমরান হাশমিকে মোহাম্মদ আজহারউদ্দিনের প্রশিক্ষণ দেওয়ার ভিডিও :
 

* ‘আজহার’ ছবির ট্রেলার :
 

* ‘আজহার’ ছবির মোশন পোস্টার :
 

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।