ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি টু’ দেখে মুগ্ধ ভারতীয় দূতাবাস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি টু’ দেখে মুগ্ধ ভারতীয় দূতাবাস

পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ৮ এপ্রিল সারাদেশে মুক্তি পাচ্ছে ক্রিকেট নিয়ে ছবি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি টু’। তার আগেই গত ১৭ মার্চ বিএফডিসিতে বিশেষ প্রদর্শনীতে ভারতীয় দূতাবাসের চারজন কর্তাব্যক্তি ছবিটি দেখে মুগ্ধতা প্রকাশ করেন।

কাহিনী, সংলাপ, নির্মাণের মুন্সিয়ানা, অভিনয়শিল্পীদের কাজ ও শ্রুতিমধুর গানের প্রশংসা করেন দূতাবাসের কর্তাব্যক্তিরা। তাদের বিশ্বাস, নকল এবং মানহীন ছবির ভিড়ে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি টু’র মতো মৌলিক কাহিনী ছবি বক্স অফিস মাতাতে পারে, পাশাপাশি দেশ-বিদেশেও সমাদৃত হবে।

ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যশনাল প্রযোজিত এই প্রেম কাহিনিতে রয়েছে ক্রিকেটের আবহ। এতে ক্রিকেটার চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার সঙ্গে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন জয়া আহসান। তাকে দেখা যাবে দেশসেরা মডেলের ভূমিকায়। জয়ার বিপরীতে শাকিব ছাড়াও আছেন ইমন। জয়ার সঙ্গে ইমনের এটাই প্রথম ছবি। এ ছাড়া মৌসুমী হামিদ প্রথমবারের মতো অভিনয় করেছেন শাকিবের বিপরীতে। ওমর সানি আছেন জাতীয় দলের কোচের ভূমিকায়।

‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি টু’র অন্যতম চমক এ ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে কণ্ঠশিল্পী আসিফ আকবর, জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও সাংবাদিক জ.ই.মামুনকে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদেক বাচ্চু, শহীদুল আলম সাচ্চু, শিরিন বকুল, বীর জাদা, গুলশান আরাসহ অনেকে।

দক্ষিণ ভারতের ছবি ‘বাহুবালী’র নৃত্য পরিচালক শঙ্করাইয়া ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি টু’র নৃত্য পরিচালনা করেছেন। বেশিরভাগ অংশের চিত্রায়ন হয়েছে ভারতের হায়দরাবাদের রামুজি ফিল্ম স্টুডিওতে। ছবিটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। কবির বকুলের লেখা ছয়টি গানের পাঁচটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। একটি গানের সুুর-সংগীত কৌশিক হোসেন তাপসের। গানগুলো গেয়েছেন কুমার বিশ্বজিৎ, চন্দন সিনহা, দিনাত জাহান মুন্নী, আসিফ আকবর, কণা, তাসিফ, খেয়া ও সায়মন।  

বাংলাদেশ সময় : ২০৩৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।