ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এক মাস পর দেশ-বিদেশে ‘অস্তিত্ব’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৬
এক মাস পর দেশ-বিদেশে ‘অস্তিত্ব’

মাস খানেক পর মুক্তি পেতে যাচ্ছে আরিফিন শুভ ও তিশার নতুন ছবি ‘অস্তিত্ব’। পরিচালক অনন্য মামুন জানান, মে মাসেই দেশ ‍ও বিদেশের রূপালি পর্দায় দেখা যাবে ছবিটি।

   

শুটিং শুরুর আগে থেকেই ছবিটি চলে আসে আলোচনায়। টিজার ও গানের মাধ্যমেও দর্শকের মনে আগ্রহের তৈরি করেছে ছবিটি। বুধবার (৬ এপ্রিল) আনকাট ছাড়পত্র পেয়েছে ‘অস্তিত্ব’। মামুন জানান, সেন্সরবোর্ড ছবিটির প্রশংসা করেছেন। এবার শুধু দেশেই নয়, দেশের বাইরে ওমান, মালয়েশিয়া ও যুক্তরাজ্যে মুক্তি পাবে ‘অস্তিত্ব’।

ছবিটিতে শুভ ও তিশার পাশাপাশি অভিনয় করেছেন সুচরিতা, সুজাতা আজিম, নিঝুম, রুবিনা, ডন প্রমুখ। যৌথভাবে ছবিটির চিত্রনাট্য লিখেছেন অনন্য মামুন ও সোমেশ্বর অলি। প্রযোজনা করেছেন কার্লোস সালেহ। বিভিন্ন বিপত্তি পেরিয়ে বিশেষ শিশুদের অলিম্পিকে অংশগ্রহণের গল্প নিয়ে তৈরি হয়েছে
‘অস্তিত্ব’।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।