ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বৈশাখী ফ্যাশন শোতে জলের গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৬
বৈশাখী ফ্যাশন শোতে জলের গান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বৈশাখী আয়োজন নিয়ে ফ্যাশন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফইএবি) আয়োজন করেছে দেশীয় ফ্যাশন হাউসগুলোর ফ্যাশন শো। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড জলের গান।

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালার প্লাজায় শনিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি থাকবেন অভিনেতা আফজাল হোসেন ও এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট আব্দুল মতলুব আহমাদ।

নিজস্ব কৃষ্টি আর সংস্কৃতির ঐতিহ্যকে উপজীব্য করে দেশীয় ফ্যাশন হাউসগুলো সারাবছর বাংলা নববর্ষকে বরণ করার প্রস্ততি নেয়। বাঙালির জীবন সংস্কৃতিতে দেশীয় শিল্পের বিকাশ নিয়ে অনুষ্ঠানে আলোকপাত করবেন শিক্ষাবিদ বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর।

দেশীয় ফ্যাশনের এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ফ্যাশন হাউসগুলো হলো নিপুণ, টিএসকে (টাঙ্গাইল শাড়ি কুটির লি.), কে-ক্রাফট, অঞ্জনস, রঙ, এবি ফ্যশন মেকার, এম ক্রাফট, সাদাকালো, বিবিয়ানা, দেশাল, নাগরদোলা ও মিয়াবিবি।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, এপ্রিল ০৮,২০১৬
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।