ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এবার ‘নয় ছয়’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
এবার ‘নয় ছয়’

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ধারাবাহিক নাটক ‘দোস্ত দুশমন’ শেষ হচ্ছে সোমবার (১৮ এপ্রিল)। পরদিন থেকে শুরু হতে যাচ্ছে তার নতুন ধারাবাহিক ‘নয় ছয়’।

মাছরাঙা টেলিভিশনে সপ্তাহের প্রতি সোম ও মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে এটি।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও আসাদ জামানের রচনায় ৯৬ নম্বর বাড়ির মানুষদের বিচিত্র কর্মকান্ড আর ঘটনাকে ঘিরেই এগিয়ে যায় নাটকটি। এ বাড়ির ভাড়াটিয়া অ্যালেন শুভ্র, ফারহান আহমেদ জোভান ও শাওন একই বিশ্ববিদ্যালয়ে পড়েন। তিনজন একই রকম জামা পছন্দ করেন, আবার একই মেয়েকে পছন্দ করেন।   বাড়িওয়ালার মেয়ে ঈশিকা খানের প্রেমে পড়েন তিন তরুণ।

নাটকটিতে ঈশিকার তিন ভাইয়ের চরিত্রে কাজ করেছেন সাজু খাদেম, ইরফান সাজ্জাদ, আরফান আহমেদ। বড় ছেলে সাজু সাদাসিধে। অফিস আর বাসা ছাড়া তার আর কোনো জগত নেই। মেজ ছেলে আরফান চাপাবাজ। সারাদিন ঘুরে বেড়ায় আর কোটি টাকার গল্প ছাড়া তার মুখে কোনো কথা শোনা যায় না। ছোট ছেলে ভার্সিটি পড়ুয়া ইরফান চটপটে, আড্ডাবাজ।

তাদের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার ভূমিকায় আছেন আমিরুল হক চৌধুরী। এ ছাড়াও অভিনয় করেছেন তানজিকা, নাদিয়া নদী, তাসনুভা তিশা, মুকিত জাকারিয়া, নাবিলা ইসলাম, তন্দ্রা, রাজু প্রমুখ। ধারাবাহিকটির সূচনা সংগীত গেয়েছেন তাহসিন। এর কথা লিখেছেন জনি হক, সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।