ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভাওয়াইয়া শোনাবেন রাজা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
ভাওয়াইয়া শোনাবেন রাজা

ভাওয়াইয়া গানের ওস্তাদ নুরুল ইসলাম জাহিদের আশীর্বাদ পেয়েছেন সফিউল অালম রাজা। গুণী এই মানুষটির কাছ থেকে সংগীতের তাত্ত্বিক বিষয়ে জ্ঞান আহরণ করেন রাজা।

এখন ভাওয়াইয়া গানে পরিচিতি পেয়েছেন তিনি। একাধারে অ্যালবাম, মঞ্চ আর রেডিও-টিভেতে নিয়মিত সংগীত পরিবেশন করছেন কণ্ঠশিল্পী রাজা।

এরই ধারাবাহিকতায় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের (আইজিসিসি) আয়োজনে শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে সফিউল আলম রাজার একক ভাওয়াইয়া সন্ধ্যা। সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানে আব্বাস উদ্দীন, মো. কছিম উদ্দীন, নুরুল ইসলাম জাহিদ ও নিজের  ভাওয়াইয়া গান পরিবেশন করবেন রাজা।

বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত বেঙ্গল বিকাশ প্রতিভা অন্বেষণে লোকসংগীতে (ভাওয়াইয়া গান) সারাদেশে বিজয়ী শিল্পী নির্বাচিত হয়েছিলেন রাজা। একক ‘কবর দেখিয়া যান’ ছাড়াও গেয়েছেন মিশ্র অ্যালবামে। ভাওয়াইয়ার প্রচার ও প্রসারে রাজা ২০০৮ সালে প্রতিষ্ঠা করেন ‘ভাওয়াইয়া গানের দল’।
২০১১ সালে রাজধানীতে প্রতিষ্ঠা করেন ‘ভাওয়াইয়া স্কুল’। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘উত্তরের সুর’-এ প্লেব্যাক করেছেন। পেশাগত জীবনে রাজা সাংবাদিক।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।