ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শততম পর্বে ‘৩৬০ ডিগ্রি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
শততম পর্বে ‘৩৬০ ডিগ্রি’

অনুসন্ধানের মাধ্যমে নানা ধরনের সামাজিক অসঙ্গতি, অনিয়ম ও অপরাধের ঘটনা তুলে ধরে ২০১৪ সালের ৫ এপ্রিল থেকে যমুনা টেলিভিশনে প্রচার হচ্ছে ‘৩৬০ ডিগ্রি’। শুক্রবার (২২ এপ্রিল) থাকছে এর শততম পর্ব।

মীর আহসানের উপস্থাপনা ও সাংবাদিক সুপন রায়ের সার্বিক তত্ত্বাবধায়নে ‘থ্রি সিক্সটি ডিগ্রি’ ইতিমধ্যে অর্জন করেছে টিআইবির সেরা অনুসন্ধানী পুরস্কার, ডিআরইউ ও গ্রামীণফোনের সাগর-রুনি স্মৃতি পুরস্কার, সাংবাদিক বজলুর রহমান স্মৃতি পুরস্কার, মীনা অ্যাওয়ার্ড ও ব্র্যাক সেরা সাংবাদিকতা পুরস্কার।  

অনুষ্ঠানটি প্রতি শুক্রবার রাত ৯টা ২০ মিনিটে যমুনা টেলিভিশনে প্রচার হচ্ছে। সাংবাদিক মিজান মালিক বিভাগটির সম্পাদক ও অপূর্ব আলাউদ্দিন উপ-সম্পাদক (ইনভেস্টিগেশন সেল) হিসেবে দায়িত্ব পালন করছেন। টিমের অন্য সদস্যরা হলেন সালাউদ্দিন কমল, ফয়সাল আলম, সাজ্জাদ পারভেজ, এস এম নূরুজ্জামান, ইমতিয়াজ সনি।  

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।