ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মাধুরীর চোখে তিন খানের নাচ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
মাধুরীর চোখে তিন খানের নাচ

আমির খান, শাহরুখ খান ও সালমান খান- বলিউডের এই তিন খানের সঙ্গেই পর্দা ভাগ করেছেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তিনজনের সঙ্গেই নাচে পা মিলিয়েছেন তিনি।

তাই তার চোখে নাচে তিন খানের স্বাতন্ত্র্য ধরা পড়েছে।

নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘সো ইউ থিংক ইউ ক্যান ড্যান্স-আব ইন্ডিয়া কি বারি’র উদ্বোধনী অনুষ্ঠানে তিন খানের নাচ বিশ্লেষণ করেছেন মাধুরী। তার মতে, ‘সালমান ভালো নৃত্যশিল্পী। ইদানীং বিভিন্ন রকম মুদ্রা দেখাচ্ছে ও। ‘হাম আপকে হ্যায় কৌন’ ছবিতে আমরা ‘পেহলা পেহলা পেয়ার হ্যায়’-এর মতো সুন্দর গানে নেচেছি। ’  

বলিউড বাদশা শাহরুখের সঙ্গে ‘দিল তো পাগল হ্যায়’সহ মনের রাখার মতো বেশকিছু ছবিতে অভিনয় করেছেন মাধুরী। তার নতুন ছবি ‘ফ্যান’ ভালো লেগেছে জানিয়ে নাচ সম্পর্কে ৪৮ বছর বয়সী এই অভিনেত্রী বললেন, “আমার সঙ্গে নাচানাচি তার কাছে সহজ মনে হতো। তিনি সবসময় বলতেন, ‘মাধুরী তুমি নাচো, আমি তোমাকে অনুসরণ করছি। ’ কিন্তু এটা ছিলো তার অভিনয়। নিজেকে খুব ভালোভাবে আয়ত্ত্বে আনতে পারেন। নাচে তার বিচক্ষণতা ও স্বতন্ত্র ঢঙ আছে। ’

আমিরকে এক শব্দে ‘পারফেকশনিস্ট’ হিসেবে উল্লেখ করেছেন মাধুরী। তিনি বলেন, ‘নাচের মুদ্রা নিয়ে বেশ খুঁতখুঁতে আমির। তিনি নিজেই বলেন- ‘এই মুদ্রাটি এমন, ওই মুদ্রাটি অমন। ’ নাচকে সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য অনেকবার মহড়া করেন। ’

এদিকে দুই বছর ধরে কোনো ছবিতে অভিনয় করছেন না মাধুরী। সর্বশেষ ২০১৪ সালে ‘দেড় ইশকিয়া’ ও ‘গুলাব গ্যাং’ ছবিতে দেখা গেছে তাকে। নতুন ছবি প্রসঙ্গে মাধুরী বলেন, ‘অভিনয় আমার প্রথম ভালোবাসা। আমার কাছে যুতসই চিত্রনাট্য এলেই কাজ করবো। তবে এখন আমি ব্যস্ত নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নিয়ে, কারণ নাচই আমার নেশা। ’

ব্যক্তিজীবনে মাধুরী দুই সন্তানের মা। তিনি বলেছেন, ‘প্রত্যেকেরই স্বপ্ন আছে। পরিবার ও সন্তান আমার স্বপ্নের বড় একটি অংশ। ডেনভারে থাকাকালে স্বপ্ন নিয়ে বেঁচেছিলাম। খুব ভালো করেই জানি কোনটা আমার জন্য গুরুত্বপূর্ণ এবং যে কোনো কাজেই ভালোভাবে পরিকল্পনা করে তারপর মাঠে নামি। ’

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।