ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ফিরোজা বেগম স্মরণে…

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
ফিরোজা বেগম স্মরণে… ফিরোজা বেগম

নজরুলসংগীত সম্রাজ্ঞী ফিরোজা বেগমের জন্মদিন উপলক্ষে ২৮ জুলাই বিভিন্ন আয়োজন থাকছে টিভিপর্দায়। এর মধ্যে এগিয়ে আছে চ্যানেল আই।

চ্যানেলটি দিনব্যাপী অনুষ্ঠান প্রচার করবে প্রয়াত এই শিল্পীর স্মরণে।

চ্যানেল আইতে সকাল সাড়ে ৭টা থেকে ৯ টা পর্যন্ত ফিরোজা বেগম স্মরণে ‘সকালের গান’ অনুষ্ঠান সংগীত পরিবশেন করবেন শিল্পীর ভাতিজি সুস্মিতা আনিস। ফিরোজা বেগমকে নিয়ে স্মৃতিচারণের পাশাপাশি তিনি গাইবেন শিল্পীর জনপ্রিয় গানগুলি।  

দুপুর ১২টা ২০ মিনিটে ‘তারকা কথন’ অনুষ্ঠানের পুরোটা জুড়ে থাকছে ফিরোজা বেগমকে নিয়ে কথোপকথন। এতে অংশ নেবেন ফিরোজা বেগমের দুই সন্তান জনপ্রিয় সংগীতশিল্পী শাফিন আহমেদ ও হামিন আহমেদ। এছাড়া অনুষ্ঠানে অংশ নেবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সাদিয়া আফরিন মল্লিক।  

বিকেল ৪টায় ‘ফিরোজা বেগম স্বর্ণপদক-২০১৬’ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে। প্রথমবারের মতো পুরস্কার পাচ্ছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।