ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘মারবেল ও পাঁচগুটি খেলা শিখেছি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
‘মারবেল ও পাঁচগুটি খেলা শিখেছি’ সজল ও সাবিলা নূর

“ছোট বেলা থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পড়ি। বেশ কয়েকটি গল্প ভালো লাগে।

এর মধ্যে ‘জীবিত ও মৃত’ বেশি পছন্দের। এবারই প্রথম কবিগুরুর কোনো গল্পের নাটকে কাজ করেছি। ‘সমাপ্তি’ গল্পের মৃন্ময়ী হয়ে ওঠার জন্য বেশ কষ্ট করতে হয়েছে আমাকে। এজন্য মারবেল ও পাঁচগুটি খেলা শিখেছি”- বলেছেন অভিনেত্রী সাবিলা নূর।  

বাংলানিউজের সঙ্গে আলাপে কাজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বললেন, ‘নাটকে একটি দৃশ্য আছে যেখানে মৃন্ময়ী বিয়ের রাতে পালিয়ে যাওয়ার জন্য শাড়ি পরা অবস্থায় দৌঁড়ে পানি পার হয়ে নৌকায় ওঠে। তখন কাতান শাড়ি পড়ে দৌড়াতে এমনকি কাদা-পানির মধ্যে নৌকায় ওঠার বিষয়টিসহ নতুন অভিজ্ঞতা হয়েছে। রবীন্দ্রনাথের গল্পে কাজ করে শ্রম সার্থক হয়েছে বলেই মনে করছি। ’

নাটকে অপূর্ব চরিত্রে অভিনয় করেছেন সজল। রবীন্দ্রগল্পে অভিনয়ের অভিজ্ঞতা প্রথম, সজলের সঙ্গেও আগে কাজ হয়নি সাবিলার। সব মিলিয়ে নাটকটি নিয়ে তিনি উচ্ছ্বসিত।  

‘সমাপ্তি’ পরিচালনা করেছেন শ্রাবণী ফেরদৌস। এপ্রিলে মানিকগঞ্জের রাজবাড়ি ও উত্তরার একটি বাড়িতে নাটকটির দৃশ্যধারণ করা হয়। ২২শে শ্রাবণ (৬ আগস্ট) কবিগুরুর মৃত্যবার্ষিকী উপলক্ষে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে এটি।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
জেএমএস/এসও 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।