ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

গল্পটা ভয়ের নয়, ‘ভ’-এর!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
গল্পটা ভয়ের নয়, ‘ভ’-এর!

গোপন কথাটি যতোই অপ্রিয় হোক না কেন, তা একসময় সবার সামনে প্রকাশ পাবে। এ কারণেই বুঝি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন- ‘গোপন কথাটি রবে না গোপনে’।

 ‘গল্পটা ‘ভ’-এর’ নামে একটি ধারাবাহিক নাটক তৈরী করা হয়েছে এই কনস্পেট নিয়ে।  

তানভীর হোসেন প্রবালের চিত্রনাট্য ও পরিচালনায় এর প্রতি পর্বের গল্পে থাকবে ভিন্নতা। এমনকি গল্পের সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে চরিত্রগুলোও। প্রথম পর্বের নাম দেওয়া হয়েছে ‘ভুলতে চাওয়া গোপন’। অভিনয় করেছে আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, তানভীর হোসেন প্রবাল প্রমুখ।

গল্পে দেখা যাবে, শরীফ-রুবেলা দম্পতির দুই মেয়ে টাপুর ও টুপুর। বড় মেয়েটি দত্তক নেওয়া। হঠাৎই একদিন টাপুর এই বিষয়টি জানতে পারে যে, সে দত্তক সন্তান। এরই মধ্যে সে আসল বাবা-মায়ের সন্ধানে বের হয়। অবশেষে সে জানতে পারে যে, দত্তক মা রুবেলারই অবৈধ সন্তান সে। এভাবেই প্রকাশ পায় জীবনের কিছু গোপন অধ্যায়।

‘গল্পটা ‘ভ’-এর’ ধারাবাহিকটি এটিএন বাংলায় প্রচার হবে প্রতি শুক্রবার (২৯ জুলাই) রাত ৮টা ৪৫ মিনিটে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
জেএমএস/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।